যশোর আজ রবিবার , ১৩ এপ্রিল ২০২৫ ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

দুই সপ্তাহের ব‍্যাবধানে নড়াইলে ৫ খুন

প্রতিবেদক
Jashore Post
এপ্রিল ১৩, ২০২৫ ১:৩৫ অপরাহ্ণ
দুই সপ্তাহের ব‍্যাবধানে নড়াইলে ৫ খুন
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

স্টাফ রিপোর্টার :: নড়াইল সদর,লোহাগড়া ও কালিয়া উপজেলায় গত দুই সপ্তাহে ৫ জন হত্যার শিকার হয়েছে। যার তিনটি আধিপত্য বিস্তার নিয়ে এবং আলু কেনা নিয়ে বাকবিণ্ডার জেরে একজনকে পিটিয়ে ও ছুরিকাঘাতে একজনকে হত্যা করা হয়।

ঈদের আগের দিন রবিবার ( ৩০ মার্চ ) বিকালে লোহাগড়া উপজেলার লক্ষীপাশা চৌরাস্তা এলাকায় নড়াইল জেলা বাস-মিনিবাস ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল-মামুন (৫০) কে পিটিয়ে হত্যা করেন এক সবজি বিক্রেতা। একই দিন সন্ধ্যায় কালিয়া উপজেলায় দু’পক্ষের সংঘর্ষে তালেব শেখ (৬৫) কে প্রতিপক্ষের লোকজন কুপিয়ে হত্যা করে।

অপরদিকে, ঈদের দিন সোমবার ( ৩১ মার্চ ) বিকেলে লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নে দু’পক্ষের সংঘর্ষে অবসরপ্রাপ্ত সেনা সদস্য আকবার শেখকে ( ৬৫) প্রতিপক্ষের লোকজন কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে।

এদিকে গত শুক্রবার ( ১১ এপ্রিল )আধিপত্য বিস্তার নিয়ে কালিয়া উপজেলার কাঞ্চনপুর গ্রামে ফরিদ শেখ (৫৭) এবং এর পরের দিন শনিবার ( ১২ এপ্রিল ) সকালে নড়াইল সদর উপজেলার নতুন বাস টার্মিনালে মোশারফ হোসেন মুসা (৪৫) এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কালিয়া উপজেলার কাঞ্চনপুর গ্রামের মিলন মোল্যা ও আফতাব মোল্যা পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। ইতিপূর্বে একাধিক সংঘর্ষের ঘটনাও ঘঠেছে। থানায় উভয় পক্ষের একাধিক মামলাও রয়েছে। ঈদের দিন থেকে গ্রামটিতে উত্তেজনা বিরাজ করে আসছিলো।

গত বৃহস্পতিবার( ১০ এপ্রিল ) বিকালে মিলন মোল্যা পক্ষের সানোয়ার নামের একজন নড়াইলে আদালতে হাজিরা দিয়ে বাড়ি ফেরার পথে একা পেয়ে আফতাব মোল্য পক্ষের লোকেরা মারপিট করে। এ নিয়ে শুক্রবার সন্ধ্যার দিকে কাঞ্চনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মিলন মোল্যা পক্ষের লোকেরা আফতাব মোল্যার বাড়িতে হামলা করে।

পরে খবর পেয়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আফতাব মোল্যা গ্রুপের ফরিদ মোল্যা গুরুতর আহত হয়ে খুলনা মেডিকেলে মৃত্যু হয়। এসময় উভয় পক্ষের কমপক্ষে আরো ৩০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

কালিয়া থানার ওসি মোঃ রাশিদুল ইসলাম বলেন, ওই এলাকায় অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে। এ ঘটনায় সেনাবাহিনী ২০ জনকে আটক করে থানায় হস্তানন্তর করে।

শনিবার ( ১২ এপ্রিল )সকালে নড়াইল উপজেলার নতুন বাস টার্মিনাল এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মোশারফ হোসেন মুসা (৪৫) নামে এক ব্যক্তি নিহত হন। নিহত ওই ব্যক্তি দলিজিৎপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে নড়াইল সদর উপজেলার নতুন বাস টার্মিনাল এলাকায় ছুরিকাঘাতে আহত হয়ে পড়ে ছিলেন মুসা নামে ওই ব্যক্তি।পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যায়। কিছুক্ষণ পরে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নড়াইল সদর থানার ওসি মোঃ সাজেদুল ইসলাম জানান,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ নড়াইল সদর হাসপাতালে ময়নাদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ - সারাদেশ