চন্দন মিত্র দিনাজপুর,দিনাজপুর :: আম পাড়াকে কেন্দ্র করে দিনাজপুর সদর উপজেলার ৯নং আশ্করপুর ইউনিয়নের ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক আরাফাত হোসেন জিন্নাত ( ২৮ ) আপন চাচা জাকির হোসেন ও তার ছেলে রনির অর্তকিত হামলায় গুরুতর আহত হয়েছে।
ভূক্তভোগী বর্তমানে এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ৯নং আশ্করপুর ইউনিয়ের ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মোঃ আরাফাত হোসেন জিন্নাত মাথায় ১৫টি সেলাই দেওয়া হয়েছে বলে জানা গেছে। হামলার নেপথ্যে রয়েছে সম্পত্তি কলহ।
মোঃ আরিফুর রহমানের পরিবার ও স্থানীয় এলাকাবাসীর দেওয়া তথ্যে জানা যায়,পৌত্রিক সম্পত্তি আরিফুর হোসেন তার ভাই মোঃ জাকির হোসেন সহ পাঁচ ভাইকে পারিবারিকভাবে বসে মৌখিকভাবে সকলকে সমান অংশে ভাগ করে দেয়া হয়।
কিন্তু মৌখিক বল্টনের ভিত্তিতে প্রাপ্ত সম্পদ নিয়ে অন্যান্য ভাইরা মেনে নিলেও মোঃ জাকির হোসেন মোটেও সন্তষ্ট নয়।সে যখন তখন পারিবারিক সুত্রে সম্পদকে নিয়ে মোঃ আরিফুর হোসেনের সাথে বিরোধ সৃষ্টি করে আসছিল।
এই ঘটনার সুত্র ধরেই ২৭ মে শনিবার দুপুর আনুমানিক ১২টা ৩০মিনিটে দিনাজপুর সদর উপজেলার ৯নং আশ্করপুর ইউনিয়নের বটের হাট হাজির পাড়ায় মোঃ আরিফুর হোসেনের প্রাপ্ত অংশের লাগানো আমগাছ থেকে মোঃ জাকির হোসেনের ছেলে রনিসহ তার পরিবার আম থেকে আম পেড়ে নিয়ে যেতে চাইলে মোঃ আরিফুর হোসেন মৌখিক প্রতিবাদ করে।
এ সময় মোঃ জাকির হোসেন,তার ছেলে রনি ও পরিবারের সদস্যরা আরিফুরের বাসায় এসে তার ছেলে অত্র ইউনিয়নের ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মোঃ আরাফাত হোসেন জিন্নাত ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে।
রক্ষা করতে বাবা আরিফুর রহমান,তার বোন এবং জিন্নাতের স্ত্রী এগিয়ে আসলে তাদেরকেও মারধর করে এবং ঘরের জিনিষপত্র ভাংচুরসহ লকারের তালা ভেঙ্গে টাকা পয়সা নিয়ে প্রান নাশের হুমকি দিয়ে পুলিশের চলে যায়।
এ ঘটনায় জিন্নাত হোসেনের বাবা মোঃ আরিফুর হোসেন বাদী হয়ে দিনাজপুর কোতোয়ালি থানায় একটি এজাহার দায়ের করেছেন বলে আরো জানান।