
খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক( খাগড়াছড়ি )জেলা প্রতিনিধি :: পাহাড়ি নারীদের আর্থিক স্বনির্ভরতা ও ক্ষুদ্র উদ্যোক্তা তৈরির লক্ষ্যে খাগড়াছড়িতে সেলাই মেশিন, কোমর তাঁতের বেটি তন্তু এবং নতুন ঘরের চাবি প্রদান করা হয়েছে। ঐতিহ্যবাহী হস্তশিল্পের বিকাশ এবং পরিবারভিত্তিক আয়ের পথ সুগম করতেই এই উদ্যোগ গ্রহণ করেছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ।
সোমবার ( ১৭ নভেম্বর )সকালে মাটিরাঙ্গা উপজেলার বেলছড়ি ইউনিয়নের মাষ্টার পাড়া এলাকায় আনুষ্ঠানিকভাবে উপকার ভোগীদের হাতে এসব সামগ্রী তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা পরিষদের সদস্য জয়া ত্রিপুরা বলেন,“নিজ হাতে কাজ শেখা মানেই আত্মনির্ভরতা। পাহাড়ের নারীরা ঘরে বসেই যেন আয় করতে পারে—এ লক্ষ্যেই এই উদ্যোগ। সেলাই, বুনন ও মোড়া তৈরি শুধু কাজ নয়, এটি পাহাড়ের সংস্কৃতির অংশ।”
তিনি জানান, প্রয়োজনীয় প্রশিক্ষণ ও সরঞ্জাম পেলে পাহাড়ি নারীরা তাদের পরিবারের আর্থিক অবস্থায় বড় পরিবর্তন আনতে সক্ষম। ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি আরও বিস্তৃত করা হবে বলে আশ্বাস দেন তিনি।
“ঐতিহ্যবাহী দক্ষতার ন্যায্য মূল্য নিশ্চিত করা লক্ষ্য”অরুন কান্তি চাকমা;বিশেষ অতিথি আলো’র নির্বাহী পরিচালক অরুন কান্তি চাকমা বলেন,“তাঁত বুনন, মোড়া তৈরি বা সেলাই,এসব দক্ষতা পাহাড়ি নারীদের ঐতিহ্যের অংশ। এই দক্ষতা যেন ঘরেই সীমাবদ্ধ না থেকে বাজারে মূল্য পায়, সেটিই আমাদের লক্ষ্য।”
সেলাই মেশিন ও তন্তু পাওয়া নারীরা জানান, এই সহায়তা তাদের নতুন করে দাঁড়ানোর পথ খুলে দিয়েছে। আগে অন্যের মেশিনে ভাড়ায় কাজ করতে হলেও এখন নিজের মেশিনে স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারবেন।
নতুন ঘর পেয়ে বেলছড়ির পারুল আক্তার বলেন—“বর্ষায় ভাঙা ঘরে থাকা যেত না। এখন নিরাপদ মাথা গোঁজার জায়গা পেয়েছি। জেলা পরিষদ ও জয়া ত্রিপুরা ম্যাডামের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।”
অনুষ্ঠানে স্থানীয় নারী উদ্যোক্তা, গৃহিণী ও বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর নারীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, এই সহায়তা পাহাড়ি পরিবারের অর্থনৈতিক স্থিতিশীলতা বাড়াতে, নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে এবং স্থানীয় অর্থনীতিকে আরও গতিশীল করবে। খাগড়াছড়ির পাহাড়ে নারীর ক্ষমতায়নের এ উদ্যোগ নিঃসন্দেহে এক নতুন সম্ভাবনার দরজা খুলে দিয়েছে।