স্টাফ রিপোর্টার :: নগরীর একটি ছাত্রাবাস থেকে পুলিশ রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের( রুয়েট )এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। মৃত শিক্ষার্থী মেহেদী হাসান রুয়েটের আরবান প্ল্যানিং( ইউআরপি ) বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। সে রংপুর শহরের কোতোয়ালি থানার বনানীপাড়া মহল্লার নূর ইসলামের ছেলে।
নগরীর বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি )মেহেদী মাসুদ জানান, শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে খবর পেয়ে ফুদকিপাড়ার ‘এবেলা ছাত্রাবাসে’র নবম তলার একটি কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেওয়া মেহেদী হাসানের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগের( সিআইডি )কর্মকর্তারা লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত ও ঘটনাস্থলে তদন্তের পর লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। ওসি বলেন, ‘প্রাথমিকভাবে মনে হচ্ছে মেহেদী হাসান আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের প্রতিবেদনসহ অন্যান্য তথ্য বিশ্লেষণের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। ঘটনার পুলিশি তদন্ত চলছে।
ছাত্র উপদেষ্টা জানান,মেহেদীর ব্যাচের শিক্ষার্থীরা স্নাতক শেষ করে বেরিয়ে গিয়েছে। কিন্তু এক বিষয়ে ফেল হয় মেহেদী।এ নিয়ে তার ডিপ্রেশন ছিল। তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন এবং মনোরোগ বিশেষজ্ঞের কাছে চিকিৎসা নিচ্ছিলেন। এই ডিপ্রেশনের কারণে তিনি আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।