সর্বশেষ খবরঃ

কিশোরগঞ্জে নিখোঁজ হওয়া ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার

নিহত ছাত্রলীগ নেতা মোখলেছ উদ্দিন ভূঁইয়া জেলার মিঠামইন উপজেলার কেওরজোড় ইউনিয়নের ফুলপুর গ্রামের কৃষক মকবুল হোসেনের ছেলে ও মোখলেছ ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
নিহত ছাত্রলীগ নেতা মোখলেছ উদ্দিন ভূঁইয়া জেলার মিঠামইন উপজেলার কেওরজোড় ইউনিয়নের ফুলপুর গ্রামের কৃষক মকবুল হোসেনের ছেলে ও মোখলেছ ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

স্টাফ রিপোর্টার :: কিশোরগঞ্জে নিখোঁজ হওয়ার ২৫ দিন পর মোখলেছ উদ্দিন ভূঁইয়া (২৫) নামের এক ছাত্রলীগ নেতার গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।নিহত ছাত্রলীগ নেতা মোখলেছ উদ্দিন ভূঁইয়া জেলার মিঠামইন উপজেলার কেওরজোড় ইউনিয়নের ফুলপুর গ্রামের কৃষক মকবুল হোসেনের ছেলে ও মোখলেছ ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

মঙ্গলবার ( ২৩ এপ্রিল ) বিকেল ৪টায় অভিযানের দ্বিতীয় দিন তার মরদেহটি উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মোহাম্মদ গোলাম মোস্তফা মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। এসময় তিনি বলেন, মরদেহ উদ্ধারের আগে ঘটনাস্থল থেকে নিহতের ব্যবহৃত লুঙ্গি, ভাড়া বাসার চাবি ও হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়।

বিকেল ৪টার দিকে নরসুন্দা নদী থেকে ভাসমান অবস্থায় অর্ধগলিত মরদেহের সন্ধান পাওয়া যায়। পরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নিহত কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজ থেকে সম্প্রতি বাংলা বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন।এ ছাড়া জেলা জজ আদালতের একজন পেশকারের সহকারী হিসেবে কর্মরত ছিলেন এবং জেলা শহরের হারুয়া বৌবাজার এলাকার ভাড়া বাসায় থাকতেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ছাত্রলীগ নেতা মোখলেছ নিখোঁজের ঘটনায় তার বন্ধুসহ চারজনকে আটকের পর চাঞ্চল্যকর তথ্য পায় পুলিশ। প্রাথমিক তথ্যে পুলিশ জানতে পারে ওই ছাত্রলীগ নেতাকে গলা কেটে হত্যার পর নদীতে ফেলে দেওয়া হয়েছিল।

মোখলেছ যে এলাকায় ভাড়া থাকতেন সেখানকার আশপাশের সিসিটিভি ক্যামেরায় গত ২৯ মার্চ সর্বশেষ মোখলেছকে দেখা গিয়েছিল। সেখানে নিখোঁজের দিনের সিসিটিভি ফুটেজে মোখলেছের বন্ধুকে দেখা যায়।

পরে গত ২০ এপ্রিল বেলা ১১টায় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ এলাকা থেকে মোখলেছের বন্ধু মিঠামইনের কেওয়ারজুর ইউনিয়নের ফুলপুর গ্রামের মিজান শেখ ( ২৮), তার বাবা শেফুল শেখ ( ৬৫) ও মিজানের দুই ভাই মারজান শেখ ( ২৬) ও রায়হান শেখকে ( ২১) জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।

মোখলেছের বড় ভাই মিজানুর রহমান বলেন, গত ২৯ মার্চ পাগলা মসজিদে তারাবির নামাজ পড়ে ফেরার পথে নিখোঁজ হয় সে। অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে ৩১ মার্চ সদর থানায় সাধারণ ডায়েরি করি। মোখলেছ নিখোঁজের পর ওর বন্ধু মিজানকে জিজ্ঞাসা করেও কোনো সদুত্তর পাইনি।

পরে হারুয়া মোড়ে একটি দোকান থেকে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করি। সেখানে দেখা যায়, পাগলা মসজিদ থেকে তারাবির নামাজ পড়ে মোখলেছ বাসায় যাচ্ছিল। আর কিছুটা দূরত্ব বজায় রেখে পেছন থেকে হেঁটে আসছে ওর বন্ধু মিজান। কিন্তু মিজান ওই এলাকায় থাকে না। এতে আমার সন্দেহ হলে, গত ১৬ এপ্রিল কিশোরগঞ্জ মডেল থানায় মিজান ও অজ্ঞাত চার-পাঁচজনকে আসামি করে অপহরণের মামলা করি।

এ বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ বলেন, মোখলেছের নিখোঁজের ব্যাপারে কিশোরগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন তার বড় ভাই। এরপর নিখোঁজের সন্ধানে আমরা আমাদের কার্যক্রম শুরু করি। কিছুদিন পর নিখোঁজের পরিবার থেকে অপহরণের মামলা করা হয়।

এরপর সন্দেহভাজন কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তারা হত্যার কথা স্বীকার করেন।পরে আটক মিজানের বক্তব্য অনুযায়ী জানা যায়, মোখলেছকে হত্যা করে নরসুন্দা নদীর ফুটওভার ব্রিজের নিচে ফেলে দেওয়া হয়েছিল। অবশেষে আজ বিকেলে গলিত মরদেহ উদ্ধার হলো। এ ব্যপারে আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

আরো খবর

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে প্রেসক্লাব চৌগাছা ও চৌগাছা রিপোর্টার্স ক্লাবের মানববন্ধন
সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে প্রেসক্লাব চৌগাছা ও চৌগাছা রিপোর্টার্স ক্লাবের মানববন্ধন
গোপালগঞ্জ পাসপোর্ট অফিসে দুদকের অভিযান
গোপালগঞ্জ পাসপোর্ট অফিসে দুদকের অভিযান
খাগড়াছড়িতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন
খাগড়াছড়িতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন
যুব দিবস উপলক্ষে শ্যামনগরে আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন
যুব দিবস উপলক্ষে শ্যামনগরে আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন
জামালপুর জেলা যুবদলের আয়োজনে আরাফাত রহমান কোকোর ৫৬ তম জন্মদিন পালন
জামালপুর জেলা যুবদলের আয়োজনে আরাফাত রহমান কোকোর ৫৬ তম জন্মদিন পালন
গোপালগঞ্জে আরাফাত রহমান কোকো’র ৫৬তম জন্মবার্ষিকী পালন
গোপালগঞ্জে আরাফাত রহমান কোকো’র ৫৬তম জন্মবার্ষিকী পালন
পবিপ্রবিতে টায়ার জ্বালিয়ে এ্যানিমেল হাজবেন্ড্রি শিক্ষার্থীদের বিক্ষোভ
পবিপ্রবিতে টায়ার জ্বালিয়ে এ্যানিমেল হাজবেন্ড্রি শিক্ষার্থীদের বিক্ষোভ
নন্দিত গণমানুষের নেতা গাইবান্ধার আব্দুর রশীদ সরকার
নন্দিত গণমানুষের নেতা গাইবান্ধার আব্দুর রশীদ সরকার