সর্বশেষ খবরঃ

যশোরে তিন দিন ব্যাপী ফুল উৎসব শেষ

শেষ হলো যশোরে তিন দিন ব্যাপী ফুল উৎসব
শেষ হলো যশোরে তিন দিন ব্যাপী ফুল উৎসব

যশোর প্রতিনিধি:: ফুলের বাণিজ্যিক সম্প্রসারণের লক্ষ্যে যশোরের ঝিকরগাছা উপজেলা প্রশাসনের আয়োজনে ফুলের রাজধানী খ্যাত গদখালীর পানিসারা এলাকায় তিন দিনের ফুল উৎসব ( ২১জানুয়ারী ) আজ শেষ।

ফুল প্রকৃতির এক অপূর্ব সৃষ্টি। এর রং,রুপ ও গন্ধে বিমোহিত হয়না এমন মানুষের সংখ্যা নিতান্তই কম।সারা বিশ্ব জুড়ে রয়েছে ফুলের সমাদর। বাংলাদেশেও ফুলের ব্যাপক চাষ হয়,যা দেশের চাহিদা মিটিয়ে রপ্তানী হয় বিদেশে।

গত বৃহষ্পতিবার ( ১৯ জানুয়ারী ) বিকালে যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান বেলুন উড়িয়ে এই মেলার শুভ উদ্বোধন করেন।এই ফুল উৎসব বাংলাদেশের ফুলের রাজ্যকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে বিশেষ ভূমিকা রাখবে বলে আয়োজক কমিটি আশাবাদী।

অনুষ্ঠানে প্রধান অতিথির দেওয়া বক্তব্যে যশোরের জেলা প্রশাসক বলেন যশোরের গদখালি গ্রামের নাম কম বেশী সকলেই জানে।এ অঞ্চলের চাষ হওয়া ফুল শুধু সুভাস ও সম্মৃদ্ধিই ছড়াচ্ছে না সাথে দেশের অর্থনৈতিক সম্মৃদ্ধির সোপানও বৃদ্ধি করছে। ফুল কেন্দ্রীক পর্যটন শিল্পের বিকাশে এই উৎসব কাজে আসবে।

এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের যশোরের উপ পরিচালক হুসাইন শওকত,যশোর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মঞ্জুরুল হক,ঝিকরগাছা উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুল ইসলাম,ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল হক,বাংলাদেশ ফুল ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুর রহিম প্রমুখ।

ফুল উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন সময়ে ফুল উৎপাদন ও সম্প্রসারণে ভূমিকা রাখা ১০জন চাষীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। ফুল উৎসবকে ঘীরে গদখালীর পানিসারা গ্রামের ক্ষেত-খামার গুলো দৃষ্টি নন্দন করে সাজিয়েছেন ফুল চাষীরা। গ্রামের মোড়ে মোড়ে অবস্থিত রেস্তোরা ও বাজারের ফুলের দোকান গুলোকে সাজিয়ে ফুল খেতের আদলে রুপ দেওয়া হয়েছে।

ফুল উৎসবকে ঘীরে এই অঞ্চলের মানুষের মধ্যে বাড়তি উৎসাহ-উদ্দীপণা বিরাজমান।প্রথম দিনেই বিভিন্ন বয়সী নারী পুরুষ,তরুণ-তরুণীদের ভিড় লক্ষনীয় ছিলো।দর্শনার্থীদের ভিড়ে এখন মুখরিত গদখালীর পানিসারা অঞ্চল।যশোরের পাশ্ববর্তী জেলা শহর গুলো এমনকি দেশের বিভিন্ন প্রান্ত হতে দর্শনার্থী আসছে যশোরের এ ফুল উৎসবে।

ফুল উৎসবে আসা মেহরীন জানান,ফুল উৎসবকে কেন্দ্র করে গ্রামটি জুড়েই যেন এক উৎসবে মেতেছে।এ যেন এক মিলন মেলা। এ ধরনের আয়োজন প্রতিবছরই হোক।

উল্লেখ্য ১৯৮২ইং সালে রজনীগন্ধা ফুলের চাষ শুরু হয় এবং ব্যাপক লাভজনক হওয়ায় জনপ্রিয়তা পাই। উদ্বুদ্ধ অন্য চাষীরাও অঞ্চলটিতে ফুল চাষ শুরু করেন।বর্তমানে অঞ্চলটিতে গাঁধা, জারবারা, গোলাপ, রজনীগন্ধা,রডস্টিক,কেলোনডোলা ও চন্দ্রমল্লিকাসহ হরেক রকম ফুলের চাষ করে এলাকাটির প্রায় ৬ হাজার ফুল চাষী।

আরো খবর

জুলাই শহীদদের স্মরণ ও গণঅভ্যুত্থান দিবসে এনসিপি’র ব্যতিক্রমী উদ্যোগ
জুলাই শহীদদের স্মরণ ও গণঅভ্যুত্থান দিবসে এনসিপি’র ব্যতিক্রমী উদ্যোগ
শ্যামনগরে উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘৩৬ জুলাই’ উদযাপন
শ্যামনগরে উপজেলা প্রশাসনের উদ্যোগে‘৩৬ জুলাই’ উদযাপন
জুলাই ২৪ গণঅভ্যুত্থান উপলক্ষ্যে দুমকিতে বিএনপির বিজয় র‌্যালী
জুলাই ২৪ গণঅভ্যুত্থান উপলক্ষ্যে দুমকিতে বিএনপির বিজয় র‌্যালী
খাগড়াছড়ির একমাত্র ‘জুলাই শহিদ’ মজিদ হোসেনের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ
খাগড়াছড়ির একমাত্র ‘জুলাই শহিদ’ মজিদ হোসেনের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ
“জুলাই গণঅভ্যুত্থানের” শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পন করলেন দুমকি উপজেলা প্রশাসন
“জুলাই গণঅভ্যুত্থানের” শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পন করলেন দুমকি উপজেলা প্রশাসন
খাগড়াছড়িতে ইউপিডিএফফের দুই গ্রুপের মিছিলে ধাওয়া-পাল্টা ধাওয়া
খাগড়াছড়িতে ইউপিডিএফফের দুই গ্রুপের মিছিলে ধাওয়া-পাল্টা ধাওয়া
“জুলাই গণঅভ্যুত্থান দিবস” এর বর্ষপূর্তিতে শার্শায় বিএনপি'র বিজয় র‍্যালি
“জুলাই গণঅভ্যুত্থান দিবস” এর বর্ষপূর্তিতে শার্শায় বিএনপি’র বিজয় র‍্যালি
পবিপ্রবিতে “জুলাই গণঅভ্যুত্থান দিবস”পালিত
পবিপ্রবিতে “জুলাই গণঅভ্যুত্থান দিবস”পালিত