বেনাপোল প্রতিনিধি :: প্রতিপক্ষের দায়ের কোপে গুরুতর জখম হয়ে খুলনা ২৫০ শষ্যা হাসপাতালে চিকৎসাধীন অবস্থায় আমড়াখালী সেই নুর আলম মারা গেছে।
এর আগে নুর আলম একই গ্রামের সন্ত্রাসী মাদক ব্যবসায়ি ও একাধিক মামলার আসামী বাবুর দায়ের কোপে মারাত্নক আহত হন। তার পেটের ভুড়ি বের হয়ে যায়।তাকে দ্রুত প্রথমে শার্শা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে খুলনা মেডিকেলে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। ঘটনার তিন দিন পর সে ওই হাসপাতালে মৃত্যু বরন করে।
নুর আলম এর স্বজন মুন্নি বেগম জানান, গত ২৮ তারিখ রাত্রে আমড়াখালীর ইমান আলীর ছেলে পুর্ব শত্রুতার জের ধরে ধরালো অস্ত্র দিয়ে আমড়াখালী মোড়ে শ মানুষের মাঝে প্রকাশ্য কুপিয়ে পেটের ভুড়ি বের করে দেয়। ঐ ঘটনায় বাবু ও তার বাহিনী একি পরিবারের নূর আলম সহ ৭ সদস্যকে কুপিয়ে রক্তাক্ত যখম করে।
এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) কামাল উদ্দিন ভূইয়া জানান,সংঘর্সের ঘটনায় মামলার ৩ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। বাকীদের গ্রেফতারের চেষ্ঠা চলছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকাটিতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মাহমুদুল হাসান
© 2025 - All right ® by JashorePost