হানিফ সাকিব,জেলা প্রতিনিধি:: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বুধবার সন্ধ্যা ৬টার সময় নলচিরা জাহাজমারা প্রধান সড়কের হাতিয়া পৌরসভার ২নং ওয়ার্ডের ইসলামিয়া দাখিল মাদ্রাসার পাশে মোটর সাইকেলের সাথে ধাক্কা খেয়ে ১ পথচারী নিহত ও৩ আরোহী আহত হয়েছেন।
আহতরা হলেন পৌরসভা ৯নং ওয়াড গুল্লাখালী গ্রামের হাজী আমিনুল হকের ছেলে মোঃ শরীফ (২৫),বুড়িরচর ইউনিয়নের ১নং ওয়ার্ড়ের আব্দুল মোতালেবের ছেলে মোঃ নিজাম উদ্দিন(২৪), চরকিং ইউনিয়নের ৯নং ওয়ার্ড়ের আক্তার হোসেনের ছেলে সৌরভ ( ১৮)।
আহতের মধ্যে মোঃ নিজাম উদ্দিন ও সৌরভ দুইজনের অবস্থা আশংকা জনক হওয়ায় তাদেরকে নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহতরা ৩ জনই মোবাইল কোম্পানী বাংলালিংকে কাজ করেন বলে জানা গেছে।
আহতের পরিবার সূত্রে জানা যায়, আফাজিয়া বাজার থেকে ওছখালী সদরে আসার সময় নলচিরা জাহাজমারা প্রধান সড়কের হাতিয়া পৌরসভার ২নং ওয়ার্ডের ইসলামিয়া দাখিল মাদ্রাসার পাশে মোটর সাইকেলের সাথে ধাক্কা খেয়ে ১ পথচারী সহ ৩ মোটর সাইকেল আরোহী আহত হয়।
পরে স্থানীরা আহদেরকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেকসে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার আহত পথচারীকে মৃত ঘোষনা করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মাহমুদুল হাসান
© 2025 - All right ® by JashorePost