হানিফ উদ্দিন সাকিব ( নোয়াখালী ) জেলা প্রতিনিধি :: নোয়াখালী জেলার বিছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় মুক্তিযোদ্ধাদের কাছে সমর্থন চাইলেন বিএনপির প্রার্থী মোহাম্মদ মাহবুবের রহমান শামীম। সোমবার ( ১৭ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এক মত বিনিময় সভায় তিনি এ সমর্থন প্রত্যাশা করেন।
এসময় উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা সংসদের হাতিয়া উপজেলার আহবায়ক ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খোন্দকার আবুল কালাম, বীর মুক্তিযোদ্ধা এনামুল হক, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সাপার উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মো: ইয়াছিন। পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোকাররম বিল্লাহ শাহাদাত, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশিক ইকবাল, সাবেক যুগ্ম-আহবায়ক মিল্লাতুর রহিম মিল্লাত,উপজেলা যুবদলের আহবায়ক ইসমাইল হোসেন, পৌর যুবদলের আহবায়ক মমিন উল্লাহ রাসেল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুমন তালুকদার, ছাত্রদলের আহবায়ক রিয়াজ মাহমুদ সহ অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাহবুবের রহমান শামীম নোয়াখালী-৬ হাতিয়া থেকে ধানের শীর্ষের মনোনয়ন পান। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তিনি রবিবার বিকেলে উপজেলার বুড়িরচর ইউনিয়নে বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন।
সোমবার সকাল থেকে তিনি দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন। বিকেলে প্রচারণার অংশ হিসেবে তিনি মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে যান। সেখানে উপস্থিত মুক্তিযোদ্ধাদের সাথে মত বিনিময় করেন।
এসময় তিনি মুক্তিযোদ্ধাদেরকে বিএনপির দলীয় প্রতীক ধানের শীষের পক্ষে কাজ করার আহবান জানান। মুক্তিযোদ্ধারা তার এ আহবানকে স্বাগত জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মাহমুদুল হাসান
© 2025 - All right ® by JashorePost