হানিফ উদ্দিন সাকিব(নোয়াখালী ) জেলা প্রতিনিধি :: নোয়াখালী জেলাধীন হাতিয়া উপজেলায় প্রকৌশলী দিদারুল ইসলাম শিক্ষা ট্রাস্টের উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার ৩২টি বিদ্যালয়ের মোট ১ হাজার ২৩০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
গত শনিবার ( ১৫ নভেম্বর )সকাল থেকে হাতিয়া শহর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং ওছখালী কে,এস,এস সরকারি উচ্চ বিদ্যালয়—এই দুই কেন্দ্রে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষা কেন্দ্রগুলো পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন ট্রাস্টের প্রতিষ্ঠাতা প্রকৌশলী দিদারুল ইসলাম, হাতিয়া মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আ.ন.ম হাছান, সাধারণ সম্পাদক মোঃ আবু সোলাইমান,ট্রাস্টের প্রতিনিধি হিসেবে সহকারী শিক্ষক মোঃসোহেল উদ্দিন,প্রধান শিক্ষক কামারুল ইসলাম,বাবুল উদ্দিনসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আ.ন.ম হাসান বলেন, হাতিয়ায় এ প্রথমবারের মতো বেসরকারিভাবে এমন বৃহৎ পরিসরে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হলো। শিক্ষক সমিতির সহযোগিতায় উপজেলার ৩২টি বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির মোট ১,২৩০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। প্রতিটি শ্রেণি থেকে ট্যালেন্টপুলে ৫ জন এবং সাধারণ গ্রেডে ১০ জনসহ মোট ১৫ জন বৃত্তি পাওয়ার সুযোগ রয়েছে। এছাড়া বিশেষ যোগ্যতার ভিত্তিতে আরও কয়েকজন শিক্ষার্থীকে বিশেষ বৃত্তি দেওয়া হবে।
ট্রাস্টের প্রতিষ্ঠাতা প্রকৌশলী দিদারুল ইসলাম বলেন,শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক দক্ষতা বৃদ্ধি ও মানসম্মত শিক্ষার প্রসারে এই বৃত্তি পরীক্ষা গুরুত্বপূর্ণ অবদান রাখবে।ভবিষ্যতেও শিক্ষার উন্নয়নে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ মাহমুদুল হাসান
© 2025 - All right ® by JashorePost