স্টাফ রিপোর্টার :: জামালপুরে স্বাস্থ্য সহকারী পদের নিয়োগ পরীক্ষায় ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলেছেন দিলরুবা আক্তার। সেজামালপুর জেলাধীন দিঘুলী গ্রামের দুলাল উদ্দিনের কন্যা।
স্বাস্থ্য সহকারী পদে চাকুরী প্রার্থী সিভিল সার্জন জামালপুর বরাবর আবেদন করেন যে স্বাস্থ্য সহকারী পদে নিয়োগকৃত বুলবুলি জান্নাত,পিতাঃ মোঃ বেলায়েত হোসেন,মাতাঃ মরিয়ম বেগম,গ্রামঃ হরিদ্রাটা, ডাকঘরঃ ছোনটিয়া বাজার,থানা ও জেলাঃ জামালপুর। তার ভোটার আইডি নং- ৩৯০৬৯৯০০০০২৪। সে সাবেক ১ নং ওয়ার্ডের স্হায়ী বাসিন্দা।সে উল্লেখিত হরিদ্রাটা গ্রামের স্হায়ী বাসিন্দা। কিন্তু সে পুরাতন ০৩ নং ওয়ার্ডের কোন স্থায়ী বাসিন্দা নন। স্বাস্থ্য সহকারী পদে নিয়োগ পরীক্ষায় ২০১৩ সালে তার রোল নং- ১৪৫১৫১১।
স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষায় সংশ্লিষ্ট প্রতিটি ওয়ার্ডের স্থায়ী বাসিন্দাদের নিয়োগ দেওয়ার কথা ছিলো। কিন্তু সে তার নিজস্ব ওয়ার্ড ১ নং থেকে আবেদন না করে তিনি পুরাতন ৩ নং ওয়ার্ডের বাসিন্দা দেখিয়ে অবৈধভাবে আবেদন করেন। সে সময় তার ওয়ার্ডের যোগ্য প্রার্থী থাকা সত্বেও অবৈধভাবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান এর সহযোগিতায় সাবেক ৩ নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা দেখিয়ে সে চাকুরীতে আবেদন করেন এবং তার চাকুরী হয়। যাহার জন্য দিলরুবা আক্তার ন্যায্য চাকরি হতে বঞ্চিত হয়।
দিলরুবা আক্তার মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী ঢাকাতে দুর্নীতি দমন কমিশন, বিভাগীয় পর্যায়ের বিভিন্ন দপ্তরে ন্যায্য অধিকার আদায়ের জন্য সকল দপ্তরের আবেদন করেন। জামালপুর সিভিল সার্জন অফিসে ২২.০৯.২০২৪ ইং তারিখে স্বাস্থ্য সহকারী পদে নিয়োগকৃত চাকুরী বাতিলসহ আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন জমা দেন।
গত ৩১ আগষ্ট মাসে ২০২৫ ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ে তদন্ত হয়েছে সেখানেও কোন ধরনের ডকুমেন্টস দেখাতে পারেনি বুলবুলি জান্নাত জামালপুর সিভিল সার্জন কার্যালয়ের তদন্ত কমিটির মাধ্যমে দুইজনকেই ঢাকা হয়েছিলো।
চাকুরী প্রার্থী অভিযোগ করেন,গত.২২.১১ ২০১৩ সালে এক এলাকার প্রার্থীকে অন্য এলাকায় স্থানান্তরের ঘটনাও ঘটেছে। দিলরুবা আক্তার বলেন ১ নং ওয়ার্ড থেকে আবেদন না করে ৩ নং ওয়ার্ড থেকে আবেদন করে সে চাকরি পেয়েছেন; আর এভাবেই প্রকৃত মেধাবীরা বাদ পড়েছেন। এটা চরম দুর্নীতি।”
অভিযোগ রয়েছে,এ সময় বিশেষ কিছু প্রার্থীর পরীক্ষাকেন্দ্র বদল করা হয়। পরীক্ষার ফল প্রকাশিত হয় ২২ জুন, তবে পরদিন ফলাফলেও পরিবর্তন আনা হয়। নতুন ফলাফলে দেখা যায়, পরীক্ষায় অংশ না নেওয়া কয়েকজন প্রার্থীকেও উত্তীর্ণ দেখানো হয়েছে। অভিযোগ বিষয়ে জানতে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্ঠা চালালেও সাক্ষাৎ না মেলায় তাদের বক্তব্য জানা যাইনী।
ভুক্তভোগীর দেওয়া তথ্য সূত্রে জানা যায়, গত ৩১ আগস্ট ২০২৫ ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ে থেকে জামালপুর সিভিল সার্জন অফিসে তদন্ত করা হয়েছে এখন পর্যন্ত ঢাকা ডিজি অফিসে রিপোর্ট জমা দেওয়া হয়নি কেন জমা দেওয়া হয়নি। স্বাস্থ্য সহকারী পদের নিয়োগ প্রক্রিয়া পূর্ণাঙ্গ তদন্তের দাবি ও বুলবুলি জান্নাত এর স্বাস্থ্য সহকারী পদের নিয়োগ বাতিলের দাবী তুলেছেন স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগে চাকুরী প্রত্যাশী দিলরুবা।
সম্পাদক ও প্রকাশকঃ মাহমুদুল হাসান
© 2025 - All right ® by JashorePost