চট্টগ্রামের সীতাকুণ্ডে আসামি আটক করতে গিয়ে ট্রেনের ধাক্কায় তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুই পুলিশ সদস্য ও স্থানীয় এক ইউপি সদস্য।
থানা সূত্রে জানা যায়,দুপুর ১২টার দিকে স্থানীয় এক ইউপি সদস্যসহ সীতাকুণ্ড পুলিশের একটি টহল দল অভিযানে যাচ্ছিল। ফকিরহাট এলাকার ক্রসিং পার হওয়ার সময় পুলিশ ভ্যানটি রেললাইনে আটকে যায়। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী একটি ট্রেন পুলিশ ভ্যানটিকে ধাক্কা দেয়।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) তোফায়েল আহমেদ। তিনি জানান,আসামি ধরতে তাদের টহল ডিউটিতে কর্মরত পুলিশ সদস্যরা রেললাইন পারাপারকালে চট্টগ্রামমুখী ট্রেনের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে তাদের এক পুলিশ সদস্যের এবং চমেক হাসপাতালে আরো দুই পুলিশ সদস্যের মৃত্যু হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মাহমুদুল হাসান
© 2025 - All right ® by JashorePost