স ম জিয়াউর রহমান :: দেশের সেবামূলক ও মানবিক সংগঠন সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের আয়োজনে আজ ২৮ আগস্ট বৃহস্পতিবার বিকাল ৫ টায় নগরের মোমিন রোডের চেরাগি গলির মুখে ব্রাক ব্যাংক ভবনের হায়দার আলী চৌধুরী হলে কর্মসংস্হান সৃষ্টির লক্ষ্যে ট্যুরিজম ও উদ্যোক্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজকের আলোচনা সভায় বিশিষ্ট ব্যক্তিবর্গ ও উদ্যোক্তাগণ উপস্থিত থাকবেন।
এর আগে আগামী (২৯ আগস্ট ) শুক্রবার জুমার নামাজের পর নগরের শহরকুতুব হযরত শাহ আমানত( রহঃ ) এর মাজার শরীফে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব ও সংগঠনের স্হায়ী পরিষদের চেয়ারম্যান জামাল উদ্দিন আহমেদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল এবং রাঙ্গামাটি জেলার নানিয়ারচর ও লংগদু উপজেলায় বন্যা দুর্গতদের ত্রাণ বিতরেণের লক্ষ্যে এক প্রস্তুতি সভা গতকাল ২৬ আগস্ট মঙ্গলবার বিকাল ৫ টায় নগরের ভূইয়া গলির অস্থায়ী কার্যালয়ে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় সংগঠনের সাংগঠনিক সম্পাদক স ম জিয়াউর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন মোস্তফা আলম মাসুম, ফারুক চৌধুরী, ফারহানা আফরোজ, আকতার হোসেন নিজামী, লায়ন মোঃ মাহতাব উদ্দিন, মোঃ মাসুদ রানা, মোঃ হাদিউল ইসলাম শাহরিয়ার, আসিফ ইকবাল প্রমুখ।
সভায় বক্তারা বলেন, সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইতোমধ্যে সারাদেশে একটি মানবিক ও সেবামূলক কার্যক্রমে বাংলাদেশের সাধারণ মানুষের কাছে পরিচিতি পেয়েছে। এর ধারাবাহিক মানবিক কার্যক্রম বেশ আলোচিত ও প্রশংসিত।
সম্পাদক ও প্রকাশকঃ মাহমুদুল হাসান
© 2025 - All right ® by JashorePost