সিনিয়র রিপোর্টার :: প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে ই-কমার্স প্রতিষ্ঠান ‘এসপিসি ওয়ার্ল্ড’এর প্রধান নির্বাহী কর্মকর্তা ( সিইও ) ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি ) এবং ‘নিরাপদ শপ’ এর পরিচালকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ ( সিআইডি )।
গ্রেপ্তারকৃত তিনজনই তাদের প্রতিষ্ঠানের মাধ্যমে গ্রাহকের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা নিয়ে আত্মসাৎ করেছেন। তারা গ্রাহকদের কাছ থেকে যে পরিমাণ টাকা নিয়েছে, তা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাওয়া যায়নি। মূলত, এ কারণেই সুনির্দিষ্ট তথ্য-প্রমাণের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (৪ অক্টোবর ) দুপুর ১২টায় রাজধানীর মালিবাগে সিআইডি’র প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।সিআইডি সূত্রে জানা গেছে ।
সম্পাদক ও প্রকাশকঃ মাহমুদুল হাসান
© 2025 - All right ® by JashorePost