সাগর কুমার বাড়ই(খুলনা )জেলা প্রতিনিধি :: খুলনার তেরখাদা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উপজেলা একাডেমিক সুপারভাইজর সাহেলা সুলতানার বদলি জনিত কারণে বিদায় উপলক্ষে বিভিন্ন মহল থেকে সংবর্ধনা প্রদান করা হয়।
প্রায় ১০ টি বছর তিনি তেরখাদা উপজেলায় কর্মরত থেকে তেরখাদার মাধ্যমিক শিক্ষাকে দুর্বার গতিতে এগিয়ে নিয়ে গেছেন।
তাঁর কর্মচাঞ্চল্যে উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের পাঠদানে অনুপ্রাণিত করেছে। সাহেলা সুলতানার মধ্যে ছিলো কঠিন,কোমল ,উজ্জ্বল এবং মধুরতা।
তেরখাদা উপজেলায় মাধ্যমিক শিক্ষার উন্নয়ন ত্বরান্বিত করায় তাঁর ছিলো ব্যাপক সহযোগিতা এবং সাহসিকতা।
সাহেলা সুলতানার বদলির কারণে তেরখাদা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের কার্যক্রম পরিচালনায় অপূরণীয় ক্ষতি সাধিত হলো।
তিনি কর্মে ছিলেন অবিচল। তাঁর বিচক্ষণায় শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে পড়েছে। শুধু তাই নয় , তেরখাদা উপজেলা পরিষদের বিভিন্ন প্রোগ্রাম পরিচালনায় তিনি ছিলেন অত্যন্ত সুদৃঢ়।
নিজ দায়িত্বের প্রতি তাঁর ছিলো শতভাগ আন্তরিকতা। অত্যন্ত সততা , সাহসিকতা , নিষ্ঠা এবং আন্তরিকতা দিয়ে তিনি সরকারি দায়িত্ব পালন করেছেন।
তাঁর সংসার জীবন থেকে নিজেকে প্রায় ১০ টি বছর দূরে রেখেই সরকারি দায়িত্ব পালন করেছেন। সকাল ৯ টা বা তারও আগে তিনি অফিসে হাজির হয়েছেন । আবার বাসায় ফিরেছেন রাতে। তেরখাদায় কর্মকর্তাদের মধ্যে তিনি ছিলেন একটি অনন্য দৃষ্টান্ত।
সূত্রে জানা যায় ,উপজেলা একাডেমিক সুপারভাইজর গত ১৫/০২/২০১৫ ইং তারিখে তেরখাদা উপজেলায় উপজেলা একাডেমিক সুপারভাইজর হিসেবে যোগদান করেন।
৩১/০৮/২০২৫ইং তারিখ তাঁর ছিলো শেষ কর্মদিবস। প্রায় ১০টি বছর ধরে তিনি সেবা দিয়ে গেলেন তেরখাদা উপজেলা বাসিকে।
তাকে তেরখাদার সরকারি নর্থ খুলনা কলেজের পক্ষ থেকে সংবর্ধনা প্রদানসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক প্রতিষ্ঠান থেকে তাকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মাহমুদুল হাসান
© 2025 - All right ® by JashorePost