মোঃ শিহাব উদ্দিন(গোপালগঞ্জ ) জেলা প্রতিনিধি:: গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদে বিচার চেয়ে মানববন্ধন করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন গোপালগঞ্জ জেলা শাখা ও গোপালগঞ্জ জেলায় কর্মরত সকল সাংবাদিক বৃন্দ।
আজ ( শনিবার ১০ই আগস্ট ) সকাল ১১টায় প্রেসক্লাব গোপালগঞ্জের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ মানববন্ধনে গোপালগঞ্জ জেলার সকল সংগঠন ও সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, একের পর এক সাংবাদিক হত্যার ঘটনায় দোষীদের বিচার না হওয়ায় দেশে দণ্ডমুক্তির সংস্কৃতি প্রতিষ্ঠা পেয়েছে। তুহিন হত্যার মতো নৃশংস ঘটনা প্রমাণ করে,দেশে গণমাধ্যমের স্বাধীনতা হুমকির মুখে।
গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজের সামনে এই মানব বন্ধনের আয়োজন করেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন গোপালগঞ্জ জেলা শাখা,গোপালগঞ্জ জার্নালিস্ট ফেডারেশনসহ সকল সাংবাদিক সংগঠনের সাংবাদিক বৃদ্ধ।
এসময় বক্তব্য কালে গোপালগঞ্জ জার্নালিস্ট ফেডারেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও চ্যানেল আই এর জেলা প্রতিনিধি আসাদুজ্জামান বাবুল বলেন,গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে যে সকল সন্ত্রাসীরা হত্যা করেছে তাদেরকে দ্রুত গ্রেফতার করে ফাঁসির দড়িতে ঝোলানো দাবি জানান।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি,দৈনিক ক্রাইম নিউজের সম্পাদক ও প্রকাশক ও দৈনিক ভোরের বানীর চিফ রিপোর্টার এ জেড আমিনুজ্জামান রিপন বলেন, সারা দেশে সাংবাদিক নির্যাতন,হত্যা,হামলা মামলা দিন দিন বেড়েই চলেছে।
গত বৃহস্পতিবার ৭ই আগষ্ট রাত আনুমানিক ৮টার সময় পেশাগত দায়িত্ব পালন করে গাজীপুরে সন্ত্রাসীরা নির্মম ভাবে কুপিয়ে হত্যা করে প্রতিদিনের কাগজ এর প্রতিনিধি সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে সেই সাথে কুপিয়ে গুরুতর আহত করেন সাংবাদিক আনোয়ার হোসেনকে। সত্য প্রকাশে যে দেশে হত্যা হয়, সে দেশের আইন-শৃংঙ্খলা সরকারে নিয়ন্ত্রণে বাইরে চলে গেছে বলে আমরা মনে করি। তিনি তুহিনের হত্যাকারীদের মুখোশ খোলা সহ খুনিদের দ্রুত ফাসীর দাবি জানান।
আরো বক্তব্য রাখেন,দৈনিক বর্তমান গোপালগঞ্জের সম্পাদক ও বৈশাখি টেলিভিশনের গোপালগঞ্জ জেলা প্রতিনিধি মো. মোস্তফা জামান, আর টিভির- আব্দুল্লাহ আল মামুন,৭১- টেলিভিশনের জেলা প্রতিনিধি আজিজুর রহমান রনি,চ্যানেল এস এর কাজী মাহামুদ ও দৈনিক প্রতিদিনের কাগজে গোপালগঞ্জ জেলা প্রতিনিধি সোহাগ সেন।
এসময় উপস্থিত ছিলেন,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন গোপালগঞ্জ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও আলোকিত প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ শিহাব উদ্দিন,দৈনিক ভোরের পাতার জেলা প্রতিনিধি হেমন্ত বিশ্বাস সাংগঠনিক সম্পাদক বিএমইউজে গোপালগঞ্জ হাজী কাবুল,সদস্য সচিব ও ক্রাইম নিউজ এর স্টাফ রিপোর্টার সোহাগ সিকদার, ক্রিয়া সম্পাদক,ক্রাইম নিউজের জেলা প্রতিনিধি এমডি নাঈম,সদস্য সচিব দৈনিক দূরবীনের জেলা প্রতিনিধি সাকিব আল ফেরদৌস-
দৈনিক পাঞ্জেরি পত্রিকার জেলা প্রতিনিধি মামুন রানা,সহ সাংগঠনিক সম্পাদক ও মানবাধিকার প্রতিদিন এর জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম, সদস্য সচিব ও ক্রাইম নিউজের সদর উপজেলা প্রতিনিধি, বরকত মোল্লা বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন এর টুঙ্গিপাড়া শাখার সাধারণ সম্পাদক ও দৈনিক ঢাকা পত্রিকা জেলা প্রতিনিধি জসিম মুন্সী,সদস্য সচিব ও মানবাধিকারদের জেলা প্রতিনিধি আনোয়ার হোসেন রাজু, সদস্য সচিব আইবার্তা জেলা প্রতিনিধি মোঃ শাহাবুদ্দিন সুজা, মানিক শিকদার দৈনিক দাসের কন্ঠ,রিকি,আবিরসহ আরো অনেকে।
সম্পাদক ও প্রকাশকঃ মাহমুদুল হাসান
© 2025 - All right ® by JashorePost