প্রকাশিত ফলাফলে মেধা তালিকায় প্রথম হয়েছেন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বাসিন্দা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় ( রাবি ) আইন বিভাগের শিক্ষার্থী নুসরাত জেরিন জেনী। এনিয়ে টানা চতুর্থ বারেরমতো সহকারী জজ নিয়োগ পরীক্ষায় প্রথম রাবির শিক্ষার্থী।বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সভাপতি অধ্যাপক ডঃ হাসিবুল আলম প্রধান বিষয়টি নিশ্চিত করেন।
বর্তমানে নুসরাত জেরিন জেনী শিক্ষানবিশ জজ হিসেবে রাজশাহী জজকোর্টে কর্মরত আছেন। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের বাসিন্দা উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি ও পলাশবাড়ী উপজেলাধীন বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ একেএম আব্দুর নুর এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা শিরীন তাজ দম্পতির বড় মেয়ে নুসরাত জেরিন জেনী।
উল্লেখ্য রাজশাহী বিশ্ববিদ্যালয় ( রাবি ) আইন বিভাগের অধ্যাপক সাদিকুল ইসলাম সাগর বলেন, রাবি’র শিক্ষার্থীদের মধ্যে নুসরাত জেরিন জেনী প্রথম স্থান অধিকার করেছেন। এছাড়াও রাবি’র শিক্ষার্থীদের মধ্যে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কবির, শুভ, ফাহাদ, ইসতিয়াক, মৌলি, বাপ্পি, মেহেদী, সাথীসহ আরো অনেকে। , যারা বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের পরীক্ষায় সুপারিশপ্রাপ্ত হলো তাদের সকলকেই অভিনন্দন জানাই। তোমরাই আমাদের গর্ব। তোমাদের এ অর্জনে আইন বিভাগ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় গর্বিত।
সম্পাদক ও প্রকাশকঃ মাহমুদুল হাসান
© 2025 - All right ® by JashorePost