এম কামরুজ্জামান( সাতক্ষীরা )জেলা প্রতিনিধি :: বিশেষ গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় ভারত থেকে চোরাই পথে আনা বিপুল পরিমাণ পাতা বিড়ি,ক্যান্সারের ওষুধসহ সীমান্ত পেরিয়ে আসা মালামাল জব্দ করেছে সেনাবাহিনী।
আটককৃতরা হলেন,আজিজুল হক ( ৩৮),পূর্ব কৈখালী গ্রামের দেলোয়ার হোসেন ( ৪৮), ভেটখালীর আশরাফ হোসেন ( ২৮) ও সোবহান মোল্লা (৪০)।
শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে কৈখালি ইউনিয়নের সুন্দরবনের খাল হতে গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে কালিগঞ্জ সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার মেজর ইফতেখার এর নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করা হয়।
জব্দকৃত মালামাল গুলো হল ক্যান্সারের ঔষধ, ব্যথার ঔষধ সহ বিভিন্ন ঔষধ সামগ্রী, ইন্ডিয়ান বিভিন্ন ব্যান্ডের পাতার বিড়ি,যার আনুমানিক মূল্য প্রায় ৫০ লক্ষাধিক টাকা বলে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশকঃ মাহমুদুল হাসান
© 2025 - All right ® by JashorePost