
এম কামরুজ্জামান( সাতক্ষীরা )জেলা প্রতিনিধি :: শ্যামনগরে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা এবং সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ৩ জানুয়ারি ) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এ কর্মসূচির আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষ্যে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বনাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস, এম, দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জাহান কনক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী ( ভূমি ) কর্মকর্তা রাশেদ হুসাইন। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সেক্রেটারী এস এম মোস্তফা কামাল,সিডিও’র নির্বাহী পরিচালক গাজী আল ইমরান সহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, সমাজের অবহেলিত, সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে সমাজসেবা অধিদপ্তরের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সরকার সমাজকল্যাণমূলক নানা কর্মসূচির মাধ্যমে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, অসচ্ছল মুক্তিযোদ্ধা ও দুস্থ মানুষের সহায়তা নিশ্চিত করছে।
এসব কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে সামাজিক বৈষম্য কমিয়ে একটি মানবিক ও কল্যাণমুখী সমাজ গঠনে সমাজসেবা কার্যক্রম গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
এসময় উপজেলা সমাজসেবা অধিদপ্তরের পক্ষ হতে সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় সিডিও ইয়ুথ টিম শ্যামনগরকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।