শার্শা প্রতিনিধি :: যশোরের শার্শা থানা পুলিশের অভিযানে ২৪ কেজি গাঁজা উদ্ধারসহ আলম শেখ ( ৩৮ ) ও লাল্টু মোড়ল ( ৩৫) নামের দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।
গ্রেফতার হওয়া আলম শেখ বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর গ্রামের মৃত গোলাম রহমানের ছেলে ও লাল্টু মোড়ল একই থানার মানকিয়া গ্রামের সাজেদ আলীর ছেলে।
শার্শা থানার অফিসার ইনচার্জ এস এম আকিকুল ইসলাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন,গোপন সংবাদের ভিত্তিতে রাতে শার্শার বহিলাপোতা গ্রামে শার্শা থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে ২৪ কেজি গাঁজা যাহার আনুমানিক মূল্য ১৪,৪০,০০০/- (চৌদ্দ লক্ষ চল্লিশ হাজার) টাকার মাদকদ্রব্য উদ্ধারসহ দুই মাদককারবারীকে গ্রেফতার করে।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হয়েছে বলে তিনি আরো জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মাহমুদুল হাসান
© 2025 - All right ® by JashorePost