যশোর প্রতিনিধি ;: যশোরের শার্শা উপজেলার উলাশী ইউনিয়নের গিলাপোল গ্রামের এক স্কুল ছাত্রকে বলাৎকারের মামলায় সাংবাদিক মনি (৫০) গ্রেফতার হয়েছে। বুধবার ( ২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় মনিকে গ্রেফতার করে শার্শা থানা পুলিশ। মনিরুল ইসলাম মনি লোকসমাজ পত্রিকার শার্শা প্রতিনিধি হিসাবে কর্মরত আছেন।
এর আগে ভুক্তভোগী স্কুলছাত্রের একটি ভিডিও বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে সেখানে সে বলাৎকারের ঘটনাটি জানান। তবে গ্রেফতার হওয়া মনিরুল ইসলাম মনি জানান,মামলাটি মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক। তিনি রাজনৈতিক প্রতিহিংসার স্বীকার।
স্থানীয় সূত্রে জানা যায়,মনিরুল ইসলাম মনি বিএনপির রাজনিতীর সাথে জড়িত এবং বিগত আমলে তিনি বিএনপির হয়ে স্থানীয় ইউপি নির্বাচনে প্রতিদন্দীতা করেছেন।
ভুক্ত ভোগীর পরিবার ও এজাহার সূত্রে জানা যায়,গত ১১ সেপ্টেম্বর স্কুলের টিফিনকালীন সময়ে উলাশীর গিলাপোলে বর্ণমালা বিদ্যাপীঠ স্কুলের ৮ম শ্রেনীর এক ছাত্রকে পাকাকলা খাওয়ানোর কথা বলে বাড়িতে ডেকে নিয়ে বলাৎকার করেন।ঘটনাটি জানার পর ২৪ সেপ্টেম্বর বুধবার সন্ধ্যায় ভুক্তভোগীর মাতা মোছাঃ আন্না খাতুন শার্শা থানায় বাদী হয়ে সাংবাদিক মনির বিরুদ্ধে মামলা করেন।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) আব্দুল আলিম মালার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকর্মীদের বলেন ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলার প্রেক্ষিতে মনিকে গ্রেফতার করা হয়েছে।গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণের কার্যক্রম চলামান রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মাহমুদুল হাসান
© 2025 - All right ® by JashorePost