শার্শা প্রতিনিধি :: যশোরের শার্শা উপজেলার ১১নং নিজামপুর ইউনিয়ন পরিষদের সচিবের কক্ষে আকস্মিক অগ্নিকান্ডে আগুনে পুড়ে ছাই হলো ইউপি সচিবের অফিস কক্ষে থাকা গুরুত্বপূর্ণ কাগজপত্র। মঙ্গলবার ( ১৮ নভেস্বর ) সকালে ইউনিয়ন পরিষদের ভবনের সচিবের অফিস কক্ষে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়ে ফেলে। তৎক্ষনে অফিসকক্ষের জানালা, পাশে থাকা আলমারি,একটি কাঠের থাকা ও কাগজপত্র পুড়ে ছাই হয়ে যায়।
নিজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম রেজা বিপুল মুঠো ইউপি ভবনে আগুন ধরে যাওয়ার সত্যতা নিশ্চিত করে মুঠো ফোনে যশোর পোস্ট প্রতিনিধিকে জানান,আগুন নেভানো শেষে ফায়ারসার্ভিস সদস্যরা আগুন লাগার কারন উদঘাটন করে প্রতিবেদন দিয়েছেন। এঘটনায় থানায় একটি জিডি করা হয়েছে ।
অগ্নিকান্ডের ব্যাপারে ইউনিয়ন পরিষদটির গ্রাম পুলিশ জাহারুল ইসলাম বলেন,রাতে ডিউটিতে থাকা দফাদার মিজানুর রহমান আজ সকাল ৭টার দিকে সচিবের রুমে আগুন লেগে ধোয়া বের হতে দেখে পরিষদ চেয়ারম্যনসহ সকলকে জানাই। সে মোতাবেক চেয়ারম্যান সাহেব ফায়ার স্টেশনে কল দিলে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনা স্থানে পৌঁছে আগুন নেভান।এ সময় স্থানীয়রাও আগুন নেভানো কাজে সহায়তা করেন। বৈদ্যুতিক শট সার্কিট থেকেই আগুনের সুত্রপাত ঘটে বলে আগুন নেভানো কর্মীরা নিশ্চিত করেছেন বলে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশকঃ মাহমুদুল হাসান
© 2025 - All right ® by JashorePost