মোঃ আহসান হাবীব সুমন( জামালপুর )জেলা প্রতিনিধি :: জামালপুর পুলিশ লাইন্স ড্রিল শেডে শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে পুলিশ মোতায়েন সংক্রান্তে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ( ২৮সেপ্টেম্বর ) পুলিশ লাইনের হল রুমে পুলিশ সুপার, জামালপুর জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যদের করণীয় ও বর্জনীয় সংক্রান্তে ব্রিফিং প্রদান করেন।
পুলিশ সুপার ‘দুর্গাপূজা নির্বিঘ্নে ও নিরাপদে সম্পন্ন করতে পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্কতা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ প্রদান করেন। জামালপুরবাসী যেন নির্বিঘ্নে,শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন করতে পারে সে দায়িত্ব পালনে জামালপুর জেলা পুলিশ অঙ্গীকারবদ্ধ।
উক্ত ব্রিফিং প্যারেডে জনাব মোঃ সোহেল মাহমুদ পিপিএম,অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ ),জামালপুর; জনাব মোরশেদা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম এন্ড অপস্ ),জামালপুর এবং জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণসহ অফিসার-ফোর্সের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মাহমুদুল হাসান
© 2025 - All right ® by JashorePost