ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলকে হারালো লেস্টার। মঙ্গলবার দিবাগত রাতে লেস্টার সিটির মুখোমুখি হয় লিভারপুল। লেস্টারের মাঠে জয় পায়নি তারা। অলরেডদের ১-০ গোলে হারিয়ে দিয়েছে লেস্টার। যা চলতি মৌসুমে লিভারপুলের দ্বিতীয় হার।
মঙ্গলবার লেস্টারের মাঠেও প্রভাব বিস্তার করে খেলে লিভারপুল। তার ফলও পায়। ১৬ মিনিটে পেনাল্টি পায় তারা। কিন্তু মোহাম্মদ সালাহ’র নেওয়া শট রুখে দেন উজবেকিস্তানের কেসপার শ্মাইকেল। তাতে গোলশূন্যভাবে শেষ হয় প্রথমার্ধের খেলা।বিরতির পর আবারও গোলের সুযোগ পায় লিভারপুল। কিন্তু এবার ওপর দিয়ে উড়িয়ে মারেন সাদিও মানে।
ম্যাচের বয়স যখন ১ ঘণ্টা, তখন গোলের দেখা পায় লেস্টার সিটি। এ সময় আদেমোলা লোকমান গোল করে এগিয়ে নেন দলকে। বাকি সময়ে এই গোলটি আর শোধ দিতে পারেনি লিভারপুল। তাতে মৌসুমের দ্বিতীয় হারকে সঙ্গী করে মাঠে ছাড়েন সালাহ-মানেরা।
সম্পাদক ও প্রকাশকঃ মাহমুদুল হাসান
© 2025 - All right ® by JashorePost