বেনাপোল কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার তানভীর রহমান তিন সিএন্ডএফ ব্যবসায়ীর লাইসেন্স স্থগিতের সত্যতা নিশ্চিত করে জানান ওজন জালিয়াতির অপরাধে রিয়াদ এজেন্সির লাইসেন্স স্থগিত করা হয়েছে।
বেনাপোল কাস্টমস হাউস সূত্রে জানা যায়,ভারত হতে আসা আমদানিকৃত পণ্য চালান বেনাপোল বন্দরে প্রবেশের আগে স্থলবন্দর কর্তৃপক্ষ দ্বারা নিয়ন্ত্রিত ওয়েব্রিজ স্কেলে ট্রাকসহ পণ্যের গ্রোস ওজন নিশ্চিত করা হয়। বন্দরে পণ্য নামানোর পর আবার খালিট্রাকের ওজন বাদ দিয়ে পণ্যের নিট ওজন নিশ্চিত করে ওজন স্লিপ দেয় বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষ।
বেনাপোল কাস্টমস হাউসের যুগ্ন কমিশনার মোঃ শাফায়েত হোসেন গনমাধ্যমকর্মীদের বলেন নকল ওজন স্লিপ ও পণ্যের ওজন কমিয়ে খালাস নেওয়া এ ধরনের ৭/৮টি সিএন্ডএফ এজেন্ট প্রতিষ্ঠানকে আমরা সনাক্ত করেছি।যাদের কাছ থেকে ফাঁকি দেওয়া রাজস্ব আদায় করা হচ্ছে। সিএন্ডএফ এজেন্ট লাইসেন্স স্থগিত হওয়া প্রতিষ্ঠান মালিকদের সাথে যোগাযোগের চেষ্ঠা করলে সাক্ষাৎ না পাওয়ায় তাদের বিবৃতি জানা যাইনি।
নাম প্রকাশ না করার শর্তে এক সি এন্ড এফ এজেন্ট ব্যবসায়ী জানান,দীর্ঘ দিন ধরেই বেনাপোল স্থল বন্দর এলাকায় কাস্টমস,বেনাপোল স্থলবন্দরের কিছু ওসাধু কর্মকর্তা ও স্থানীয় সিএন্ড এফ ব্যবসায়ী যোগ সাজে সিন্ডিগেট গড়ে ওজন কম দেখিয়ে বন্দর থেকে পণ্য খালাস নিয়ে রাতারাতি কোটিপতি বনে গেছে।ওজন স্লিপ জালিয়াতি,ঘোষণা বর্হিভূত পণ্য কিংবা মিথ্যা ঘোষণাকৃত আমদানি পণ্য বন্দর হতে সহসায় খালাস নিলেও দেখার কেউ নেই।
বিপুল অঙ্কের অর্থবানিজ্যে অসাধু কাস্টমস্ কর্মকর্তারা সিএন্ডএফ এজেন্ট ব্যবসায়ীদের অপরাধের দৃষ্টান্ত মূলক শাস্তি নিশ্চিত না করায় দূর্নীতি মুক্ত হয়নি বেনাপোল স্টেশনটি। দুদক ও এনবিআর এর উচ্চ কর্মকর্তাদের সাথে সিন্ডিগেট ব্যবসায়ীদের রয়েছে সখ্যতা।ফলে সরকার রাজস্ব বঞ্চিত হলেও রাতারাতি ফুলে ফেঁপে ওঠছে এসমস্ত ওসাধু ব্যবসায়ীরা।
উল্লেখ্য ওজন স্লিপ দূর্নীতি ঘটনায় বেনাপোল স্থলবন্দরের ৫ কর্মকর্তাসহ ৬ জনকে বদলী করা হয়েছে বলে গুঞ্জন রয়েছে। গত ১৭ আগস্ট বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের উপসচিব আতিকুর রহমান সাক্ষরিত এক অফিস আদেশে তাদের বিভিন্ন জেলায় বদলি করা হয়েছে। যদিও বেনাপোল স্থলবন্দরের পরিচালক ( ট্রাফিক ) আব্দুল জলিল বলেন বন্দরের কর্মকর্তাদের বদলী স্বাভাবিক প্রক্রিয়া।
সম্পাদক ও প্রকাশকঃ মাহমুদুল হাসান
© 2025 - All right ® by JashorePost