স্টাফ রিপোর্টার :: রাজধানীর একটি মেস থেকে প্রত্যাশা মজুমদার নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ( জবি ) এক ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার ( ২৯ এপ্রিল ) বিকালে সূত্রাপুর থানাধীন সোহরাওয়ার্দী কলেজের পেছনে একটি মেস থেকে ওই ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
নিহত প্রত্যাশা মজুমদার বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি চট্টগ্রাম শহরে।
সহপাঠীরা জানান, নিহত প্রত্যাশা মজুমদারকে মেসের কক্ষে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ( মিটফোর্ড ) হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুর কারণ সম্পর্কে এখনো নিশ্চিত করে কিছু জানা যায়নি। ঘটনার পর পুলিশ একজনকে আটক করেছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মুহাম্মদ তাজ্জামুল হক বলেন,আমরা মৃত্যুর সংবাদ পেয়ে হাসপাতালে যাই। ধারণা করছি প্রেমজনিত কারণে আত্মহত্যা করতে পারেন। মেয়েটির সঙ্গে থাকা ছেলেটিকে সূত্রাপুর থানায় পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। পাশাপাশি ছেলে-মেয়ে দুজনের মোবাইল জব্দ করেছে পুলিশ।
এ বিষয়ে সূত্রাপুর থানার ডিউটি অফিসার এএসআই তৌহিদ উজ্জামান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশকঃ মাহমুদুল হাসান
© 2025 - All right ® by JashorePost