মানবজীবনে ভ্রমণের গুরুত্ব নিয়ে অনেক কথা বলেছেন দার্শনিকরা। তাদের মতে, ভ্রমণে অর্থ ব্যয় হয়, এটা ভুল কথা। বরং ভ্রমণ করলে শরীর ও মন সুস্থ থাকে। যা থেকে মানুষের অর্থ আরও সঞ্চিত হয়। মনের দিক থেকে ধনী হওয়া যায়। জীবনকে উপভোগ করা যায়।
মন খারাপ থাকলে পাহাড়ের উপর অথবা সমুদ্রের পাড়ে দাঁড়ান, মন ভালো হয়ে যাবে।চাকরি আপনার পকেট পূরণ করে, কিন্তু ভ্রমণ আপনার আত্মা পূরণ করে। — জ্যামি লিন বিটি
ভ্রমণ করলে দূরদর্শী মানুষ হয়ে উঠবেন। আপনি আরও স্পষ্ট ও গভীর দৃষ্টিসম্পন্ন মানুষ হয়ে উঠবেন।পৃথিবীর নানা দিক সম্পর্কে আপনার অভিজ্ঞতার ভাণ্ডার আরও বাড়বে। নিজেকে আরও সমৃদ্ধ মনে হবে।
ভ্রমণের মাধ্যমে আপনার মধ্যে জড়তাও কেটে যাবে। অন্য ভাষাভাষী মানুষদের সঙ্গে মিশে যেতে পারবেন। অন্যদের কালচার কেমন হয় তা জানতে পারবেন।
ভ্রমণের মাধ্যমে আপনি সামাজিক ও প্রকৃতি-বান্ধব হয়ে উঠবেন। বিশ্বের অনিন্দ্য সুন্দর প্রকৃতির রূপে আপনার অনুভূতিগুলো আরও প্রাণবন্ত হয়ে উঠবে।
ভ্রমণ করলে আপনার সাহস, অভিজ্ঞতা ও ধৈর্য শক্তি বাড়বে। সেই সঙ্গে বাড়বে আত্মবিশ্বাসও। যে কোনও পরিস্থিতি মোকাবেলার কৌশল জানবেন আপনি। আপনার বহুমাত্রিক জ্ঞান বৃদ্ধি পাবে।
ভ্রমণে সবচেয়ে বেশি সুফল হচ্ছে, মানসিক চাপ কমে আসবে। যারা হতাশা বা অন্য ধরণের মানসিক চাপে ভুগছেন তারা ঘুরে আসুন পছন্দের স্থান থেকে। দেখবেন দ্রুত সুস্থ হয়ে উঠছেন।
ভ্রমণ করে জীবন গতিশীল হয়। এমনকি সামাজিক-পেশাগত দক্ষতাও বৃদ্ধি পায়। গতানুগতিক জীবনের বিবর থেকে মুক্তি পাবেন।
সম্পাদক ও প্রকাশকঃ মাহমুদুল হাসান
© 2025 - All right ® by JashorePost