যুক্তরাজ্যে সড়ক দুর্ঘটনায় দুই শিশু সন্তানসহ এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহত প্রবাসীর স্ত্রী। শুক্রবার স্থানীয় সময় বিকেলে দেশটির লেস্টার সিটির হিংলি এলাকায় লরির ধাক্কায় প্রাইভেটকার দুমড়ে-মুচড়ে এ হতাহতের ঘটনা ঘটে।
যুক্তরাজ্যের গণমাধ্যম জানায়,আলমগীর হোসেন সাজু সপরিবারে একদিনের সফরে বার্মিংহাম থেকে লেস্টারে গিয়েছিলেন। ফেরার পথে তাদের বিএমডব্লিউ কারটিকে একটি লরি ধাক্কা দেয়। এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই সাজু ও তার ছেলে জাকির নিহত হন।
হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয় মাইরা হোসেনের।এছাড়া ঐ প্রবাসীর স্ত্রী সেখানকার একটি হাসপাতালের আইসিইউতে রয়েছেন। নিহতরা বার্মিংহাম শহরের নিকটবর্তী ওয়ালসালের প্লেক শেরিডান স্ট্রিটের বাসিন্দা।
তথ্য সূত্র: পিএনএস ২৪।
সম্পাদক ও প্রকাশকঃ মাহমুদুল হাসান
© 2025 - All right ® by JashorePost