যশোর আজ মঙ্গলবার , ১৯ সেপ্টেম্বর ২০২৩ ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

যশোরে রেললাইনের পাশে পড়ে থাকা লাশের হত্যা রহস্য উদঘাটনসহ গ্রেফতার-১

প্রতিবেদক
Jashore Post
সেপ্টেম্বর ১৯, ২০২৩ ৫:৩৭ অপরাহ্ণ
যশোরে রেললাইনের পাশে পড়ে থাকা লাশের হত্যা রহস্য উদঘাটনসহ গ্রেফতার-১
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

যশোর প্রতিনিধি :: যশোরের সাতমাইল মথুরাপুর রেললাইনের পাশে পড়ে থাকা অজ্ঞাত মৃতদেহের পরিচয় সনাক্ত,হত্যারহস্য উদঘাটনসহ পালিত পিতা মিন্টু সর্দ্দারকে ( ৩৯) গ্রেফতার করেছে যশোর জেলা গোয়েন্দা ( ডিবি ) পুলিশ।

সে ঝিনাইদহ জেলার মহেশপুর থানার দাড়িয়াপুর গ্রামের সলেমান সর্দ্দারের ছেলে। এসময় নিহত আখি মনির ব্যবহৃত জোড়া পায়েল,নগদ ২ হাজার টাকা ও হোটেল রেজিস্ট্রার পাতা উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

যশোর জেলা পুলিশের দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়,সোমবার ( ১৮ সেপ্টেম্বর )সকালে রেললাইনের পাশে ১৪/১৫ বছর বয়সী মেয়ের মৃত দেহ পড়ে থাকার খবরে যশোর জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার পূর্বক পরিচয় সনাক্তের চেষ্ঠা করে। ডিবি পুলিশের এস আই মফিজুল ইসলাম লাশ সনাক্ত চেষ্ঠায় মৃতদেহের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করলে লাশের পরিচয় মেলে।

তাৎক্ষনিক এস আই মফিজুল ইসলামের নেতৃত্বে ডিবি পুলিশের একটি মহেশপুর থানাধীন দাড়িয়াপুর গ্রামে ভিকটিম আখি মনির পালিত পিতা মিন্টুকে আটক করে।ডিবি পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মিন্টু হত্যার দায় স্বীকার করে।

গত শনিবার ( ১৬সেপ্টেম্বর )নিহত আঁখি মনিকে পালিত পিতা মিন্টু চৌগাছার বহুল দেওয়ানের মেলায় নিয়ে যাওয়া প্রলোভন দেখিয়ে বাসা হতে বের হয়।ঐ রাতে যশোর রেল স্টেশনের নিকট বৈকারী আবাসিক হোটেলের ৫ নং কক্ষে অবস্থান করে এবং আখি মনির ইচ্ছের বিরুদ্ধে ধর্ষণ করে পালিত পিতা মিন্টু।পর দিন রাতে যশোর রেল স্টেশনের পাশে ঝোপ ঝাড়ের মধ্যে পুনরায় ধর্ষণ করে।

ঐ দিন রাত ১১ টায় সীমান্ত এক্সপ্রেস যোগে বাড়ি ফেরার পথে ধর্ষণের ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য চলন্তট্রেনে গলায় চাপ দিয়ে শ্বাস রোধ করে হত্যা করে ঘটনা ধামাচাপা দিতে ট্রেন থেকে ধাক্কা দিয়ে লাশ ফেলে দেয়।গ্রেফতারকৃতর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ - সারাদেশ