প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১১, ২০২৫, ১:৪৪ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২৯, ২০২৪, ৫:০৯ অপরাহ্ণ
যশোরে তৃতীয় লিঙ্গের পলির গলাকাটা লাশ উদ্ধার
যশোর প্রতিনিধি :: যশোরের মণিরামপুরে মঙ্গলী খাতুন পলি ( ৩২) নামে হাত পা বাধা অবস্থায় এক তৃতীয় লিঙ্গের গলাকাটা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।সে মনিরামপুর মাছনা গাজিপাড়া এলাকার মৃত আব্দুল খালেক গাজীর মেয়ে।
শুক্রবার ( ২৮শে জুন ) রাত আটটার দিকে জেলার মনিরামপুর উপজেলার মাছনা মোল্লাপাড়া খান পুর ইউনিয়নের মাছনার নিজ বাড়ি থেকে তার মৃত্যু দেহ উদ্ধার করে মনিরামপুর থানার পুলিশ।
নিহতের প্রতিবেশীর জানাই, গতকালও তৃতীয় লিঙ্গের মঙ্গলী খাতুন পলি বাইরের কাজ কর্ম সেরে বাড়িতে যায়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার দেখা না মেলায় আশে পাশের লোকজন জড়ো হয়ে তাকে ডাকাডাকি করে এবং গেটে ধাক্কাধাক্কি করে।
এতেও তার কোন সাড়া শব্দ না পাওয়ায় পরে তারা পুলিশকে খবর দিলে পুলিশ রাত সাড়ে আটটার দিকে ঘটনাস্থলে গিয়ে গেট ভেঙে ঘরের ভিতর থেকে মঙ্গোলী খাতুন পলির মৃত্যু দেহটি উদ্ধার করেন।
মনিরামপুর থানার অফিসার ইনচার্জ মেহেদী মাসুদ বলেন, রাত সাড়ে আটটার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হাত-পা বাঁধা অবস্থায় মঙ্গলী খাতুন পলি নামে ওই হিজড়ার মৃত্যু দেহটি উদ্ধার করা হয়েছে।
কে বা কারা কি কারণে তাকে এই নৃশংসভাবে হত্যা করেছে সে বিষয়ে এখনো কিছুই জানা যায়নি। হত্যাকাণ্ডের কারণ খুঁজতে যশোর পুলিশের কয়েকটি টিম তদন্ত চালাছে।
ধারণা করা হচ্ছে গতকাল রাতের যে কোন সময় তাকে দুর্বৃত্তরা হত্যা করেছে। তদন্তের পরেই বিস্তারিত জানা যাবে বলে তিনি আরো জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মাহমুদুল হাসান
© 2025 - All right ® by JashorePost
প্রিন্ট করুন
সেভ করুন