যশোর প্রতিনিধি :: যশোরের ধর্মতলার আলোচিত মাংস ব্যবসায়ী নজরুলের দোকানে গর্ভবতী গরুর মাংস বিক্রিকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে হাতে নাতে ধরা পড়লে ঐ ব্যবসায়ীকে আঠারো হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়েছে।
বৃহষ্পতিবার ( ২৫ সেপ্টেম্বর )সকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যশোর অফিসের সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামান এই অভিযান পরিচালনা করেন। এসময় ক্যাব সদস্য ও জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।
যশোর ভোক্তা অধিকার সংরক্ষণ অফিস সূত্রে জানা যায়,একজন কসাই ছয় মাসের অন্তঃসত্ত্বা গাভীকে জবাই করেছে।একটি চরম অমানবিক কাজ। ওই মাংস ধ্বংসসহ বিক্রেতাকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মাংস বিক্রয়কালে অবশিষ্ট ১২ কেজি মাংস জব্দ,ধ্বংস করা হয়েছে, চাকু,সুরি,চাপাতি,ও ওজন মেশিন জব্দ করা হয়েছে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
গর্ভবতী গরুর মাংস বিক্রয় ঘটনা জানাজানি হওয়ার পর স্থানীয় ক্রেতাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত নজরুলের দৃষ্টান্তমূলক আইনগত শাস্তি দাবী করেছেন তারা।
সম্পাদক ও প্রকাশকঃ মাহমুদুল হাসান
© 2025 - All right ® by JashorePost