
স্টাফ রিপোর্টার ::মোটর মালিক ও শ্রমিকদের ডাকা দুই দিনের পরিবহন ধর্মঘটে অচল খুলনা। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি ও মহাসড়কে ইজিবাইক, নসিমন, করিমনসহ তিন চাকার যানবাহন চলাচলের প্রতিবাদে এই ধর্মঘট ডাক দিয়েছে সংগঠন গুলো।
শুক্রবার ( ২১ অক্টোবর ) সকাল ৬টা থেকে দুই দিনের পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। খুলনা থেকে আন্ত-জেলা বাস চলাচল আগামী ২১ ও ২২ অক্টোবর বন্ধের ঘোষণা দিয়েছেন মোটর মালিক ও শ্রমিকরা।
বাস পরিবহন ধর্মঘটের কারণে দূর দূরান্তের যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। সাধারণ যাত্রীরা অভিযোগ করে বলেছেন, বিরোধী দলের কর্মসূচি বানচাল করতে পরিবহন ধর্মঘট ডেকে জনগণকে জিম্মি করা হয়েছে। আমরা রাজনীতি করি না তাহলে সাধারন জনগনের এ দুর্ভোগ কেন পোহাতে হবে।
অপরদিকে বিএনপি নেতারা অভিযোগ করেছেন,পরিবহন ধর্মঘট ডেকে কৃত্রিম সংকট সৃষ্টি ও নৌপথে সকল বাহন বন্ধ করে সমাবেশ বানচাল করতে চায় সরকার।
খুলনা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস মালিক সমিতির ভাইস প্রেসিডেন্ট কাজী এনায়েত হোসেন বলেন, বিএনপির সমাবেশকে কেন্দ্র করে নয়, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি ও মহাসড়কে নসিমন, করিমন, মাহিন্দ্রা, অতুল, ইজিবাইকসহ তিন চাকার যানবাহন চলাচলের প্রতিবাদে মালিক শ্রমিক ঐক্য পরিষদ দুদিনের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে।
এই সময়ের মধ্যে আমাদের দাবি মানা না হলে প্রয়োজনে আরও সময় বাড়তে পারে।
সম্পাদক ও প্রকাশকঃ মাহমুদুল হাসান
© 2025 - All right ® by JashorePost