জাকির হোসেন হাওলাদার( পটুয়াখালী ) জেলা প্রতিনিধি :: পটুয়াখালী জেলার দুমকি উপজেলার দক্ষিণ মুরাদিয়া গ্রামের ৪নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ ঈমন তালুকদার ( পিতা: মনসুর তালুকদার ) নামের এক যুবক নিখোঁজ রয়েছেন। তাঁর বয়স ২২ বছর।গত ২৭ সেপ্টেম্বর , শনিবার সকালে তিনি বাড়ি থেকে মুরাদিয়া কলবাড়ি বাজারের উদ্দেশ্যে বের হন।
কিন্তু এরপর থেকে আর তিনি বাড়িতে ফেরেননি। পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজখবর নিয়েছেন,তবে এখনো তাঁর কোনো সন্ধান মেলেনি ঈমনের।
নিখোঁজ হওয়ার সময় তাঁর পরনে ছিল ট্রাউজার ও টি-শার্ট। তিনি কিছুটা বাকপ্রতিবন্ধী স্বভাবের, ফলে স্পষ্টভাবে কথা বলতে পারেন না।কোনো সহৃদয়বান ব্যক্তি তাঁর সন্ধান পেলে অনুগ্রহ করে এ দুটি নম্বরে ০১৭৪৮১১০০৩১, ০১৭৬৬১৪৫৭৬৫ , যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে।
সম্পাদক ও প্রকাশকঃ মাহমুদুল হাসান
© 2025 - All right ® by JashorePost