
চন্দন মিত্র,দিনাজপুর প্রতিনিধি :: দ্বাদশ সংসদ নির্বাচনে দিনাজপুর ৩ আসনে স্বতন্ত্র ট্রাক প্রতিকের প্রার্থী বিশ্বজিৎ কুমার ঘোষ কাঞ্চনে'র দিনাজপুর সদর উপজেলা ৭ নং উথরাইল ইউনিয়নের মুরাদপুর বাজারে নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়েছে।
মানিক বসাক তার বক্তব্যে বলেন সকল ক্ষমতা জনগণের হাতে। তাই আপনারা যদি ট্রাক মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করেন তাহলে এই অঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করবে কাঞ্চন ।
এ ছাড়াও কোন সহিংসতা হলে আপনারা সাথে সাথে ৯৯৯ এ ফোন দেবেন। সব সময় পুলিশ আনসার সেনাবাহিনী আপনাদের পাশে আছে।জননেত্রী শেখ হাসিনা চান অংশগ্রহণমূলক নির্বাচন। এবারের জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে। কারোর ভোট কেউ দিতে পারবে না। সকল ভোটারকে ৭ জানুয়ারী সকাল বেলায় ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে ট্রাক মার্কায় ভোট দেওয়ার আহবান জানাচ্ছি।
একই দিন সদরের কমলপুর মালিগ্রাম .ফুলতলা উথরাইল মুরাদপুরসহ বিভিন্ন ইউনিয়নে উঠান বৈঠক অনুষ্ঠিতসহ ট্রাক মার্কায় ভোট চেয়ে লিফলেট বিতরণ করা হয়।
এসময় জিয়া চেয়ারম্যান. যুবলীগ নেতা খায়রুল আলম.বাবু চৌধুরীসহ ট্রাক প্রতীকের কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মাহমুদুল হাসান
© 2025 - All right ® by JashorePost