খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক( খাগড়াছড়ি )জেলা প্রতিনিধি ::খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার সিএন্ডবি এলাকা থেকে মোঃ জহির মিয়া(৭০) নামের এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ( ২ আগস্ট ) দুপুরে স্থানীয়দের খবরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রায় ৬-৭ বছর ধরে জহির মিয়া পারিবারিক মান-অভিমানে ভুগছিলেন। অভিমানের জেরে কয়েক বছর আগে তিনি উপজেলা সদরের সিএন্ডবি এলাকার একটি পুকুরপাড়ে ছোট্ট ঝুপড়ি ঘরে একাকী বসবাস শুরু করেন। মঙ্গলবার দুপুরে স্থানীয়রা ঝোপের ভেতরে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।
জানা যায়, জহির মিয়ার স্ত্রী,চার ছেলে ও এক মেয়ে রয়েছে। এর মধ্যে দুই ছেলে প্রবাসে, একজন চট্টগ্রামে কাজ করেন এবং ছোট ছেলে বাড়িতে থাকেন। মেয়ের বিয়ে হয়ে গেছে। পরিবারের আর্থিক অবস্থার তেমন অভাব ছিল না,তবে জহির মিয়া মনে করতেন,পরিবারের সদস্যরা তার প্রতি যথেষ্ট যত্নবান নয়। অভিমান থেকেই তিনি দীর্ঘদিন ধরে আলাদা বসবাস করছিলেন।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, পরিবারের পক্ষ থেকে তাকে বাড়িতে ফিরিয়ে নেওয়ার জন্য একাধিকবার চেষ্টা করা হলেও তিনি রাজি হননি। একসময় প্লাস্টিকের বোতল কুড়িয়ে বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন তিনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মানিকছড়ি থানার এসআই মো. সাদ্দাম বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।”
সম্পাদক ও প্রকাশকঃ মাহমুদুল হাসান
© 2025 - All right ® by JashorePost