সিনিয়র রিপোর্টার:: ঝিনাইদহের মহেশপুরে মোটরচালিত অটো ভ্যান উল্টে তাসকিন ( ৮ ) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।নিহত তাসকিন মহেশপুর উপজেলার আজমপুর ইউনিয়নের মেইন আলামপুর গ্রামের ওলিউল্লার একমাত্র ছেলে।
ঘটনার বর্ননায় প্রতিবেশীরা জানান, বুধবার বিকালে আলামপুর নিজ বাড়ি থেকে তাসকিন একটি ছাগল নিয়ে মোটরচালিত ভ্যান যোগে মদনপুর গ্রামে যাচ্ছিল। পথিমধ্যে বিদ্যাধরপুর গ্রামে পৌঁছালে দ্রুতগতিতে যাওয়া ভ্যানটি সড়কেই উল্টে যায়।
এসময় তাসকিন সড়কের উপর ছিটকে পড়ে বুকে গুরতর আঘাত পায়। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে তাসকিনকে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রমিজ উদ্দিন তপু জানান, হাসপাতালের জরুরী বিভাগে আসার পূর্বেই শিশুটি মারা যায়। তার বুকের নিচে আঘাতের চিহ্ন রয়েছে। শিশু মৃত্যু ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
সম্পাদক ও প্রকাশকঃ মাহমুদুল হাসান
© 2025 - All right ® by JashorePost