
মানব মস্তিষ্ক মানব স্নায়ুতন্ত্রের কেন্দ্রীয় অঙ্গ । মানুষের মস্তিষ্ক গুরুমস্তিষ্ক,মস্তিষ্ককাণ্ড ও লঘুমস্তিষ্ক নামক তিনটি অংশ নিয়ে গঠিত। মস্তিষ্ক মানবদেহের সিংহভাগ কার্যকলাপ নিয়ন্ত্রণ করে।
হঠাৎ তীব্র মাথাব্যথা, দৃষ্টি পরিবর্তন,অসাড়তা বা কণ্ঠস্বর,একটি বাহু বা একটি পা দুর্বলতা,বমি বমি ভাব বা বমি,সতর্কতা হ্রাস বা অলসতা,কথা বলা বা বোঝার অসুবিধা,গিলতে অসুবিধা,পড়া-লেখার অসুবিধা,ভারসাম্য হ্রাস,সমন্বয় হ্রাস,চেতনা হ্রাস।
লক্ষনীয় যে উপরোক্ত কারনগুলা অনেক সময় মস্তিষ্কে রক্তকরন ছাড়াও অন্যান্য সমস্যার কারনেও দেখা যেতে পারে।
উচ্চ রক্তচাপ,আঘাত,রক্তনালিতে অস্বাভাবিকতা,লিভার ডিজেজ।
আপনার রক্তচাপ স্বাভাবিক রাখুন,ধুমপান ছেড়ে দেন,সাবধানে ড্রাইভ করুন,হঠাৎ রাগান্বিত হওয়া থেকে বিরত থাকুন,মানসিক চাপ এড়িয়ে চলুন,অতিরিক্ত খাবার এড়িয়ে চলুন,চর্বিযুক্ত খাবার ছেড়ে দেন,ভাজাপোড়া খাবার ছেড়ে দিন।
সম্পাদক ও প্রকাশকঃ মাহমুদুল হাসান
© 2025 - All right ® by JashorePost