কাশিয়ানী (গোপালগঞ্জ) সংবাদদাতা ::এম এস মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং গ্রীন ডাইনেস্টি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক,শিল্পপতি ও স্বপ্নদ্রষ্টা অ্যাডভোকেট সরিফুল ইসলাম দুর্জয়-এর পিতা মরহুম আবুল বসার (বসন মিয়া)-এর অষ্টম মৃত্যুবার্ষিকী গভীর শ্রদ্ধার সঙ্গে পালিত হয়েছে।
এ উপলক্ষে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার খাগড়াবাড়িয়ায় এম এস মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কারখানা প্রাঙ্গণে দোয়া মাহফিল ও স্মৃতিচারণ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে মরহুমের আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
স্মৃতিচারণ সভায় বক্তারা মরহুম আবুল বসারের জীবনদর্শন ও সমাজ গঠনে তাঁর ভূমিকা নিয়ে আলোচনা করেন। বক্তারা উল্লেখ করেন,তাঁর স্মৃতিকে ধরে রাখতে অ্যাডভোকেট সরিফুল ইসলাম দুর্জয় এলাকায় একাধিক জনকল্যাণমূলক কাজ করে চলেছেন, যা এক উজ্জ্বল দৃষ্টান্ত।
মরহুম আবুল বসার ছিলেন স্থানীয় সমাজের একজন অতি সাধারণ মানুষ। যিনি তাঁর সততা ও মানবতাবোধের জন্য এলাকায় সুপরিচিত ছিলেন। তাঁর আদর্শই আজ তাঁর সুযোগ্য সন্তান অ্যাডভোকেট দুর্জয়কে সফল শিল্পোদ্যোক্তা।আজ তিনি দেশের সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন বলে অনুষ্ঠানে উপস্থিত বক্তারা অভিমত প্রকাশ করেন।
এতে উপস্থিত ছিলেন শিল্পপতি,চীনের একদল ব্যবসায়ী,এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ।
এম. এস মেটাল ইন্ডাস্ট্রির ব্যবস্থাপনা পরিচালক ও গ্রীন ডাইনেস্টি লিমিটেডের চেয়ারম্যান এডভোকেট মনিরা খাতুন আগত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘আমার স্বামী অ্যাডভোকেট সরিফুল ইসলাম দুর্জয় তাঁর পিতার আদর্শকে পাথেয় করেই তিনি দেশ ও সমাজের জন্য কাজ করে যাচ্ছেন। এলাকার মানুষের ভাগোন্নয়নে নিরলস কাজ করছেন।’
তিনি বলেন, ‘এম এস মেটাল ইন্ডাস্ট্রিজে ৫ হাজার মানুষের কর্মসংস্থানের স্বপ্ন নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আপনারা জেনে খুশি হবেন ইতিমধ্যে আমাদের এ কারখানায় চীনের ব্যবসায়ীরা আমাদের সাথে যৌথ বিনিয়োগ করেছেন এবং প্রকৌশলী হিসেবে চীনের একদল দক্ষ প্রকৌশলী কর্মরত রয়েছেন। সম্প্রতি ভারত ও নেপালের ব্যবসায়ীরা আমাদের কারখানা পরিদর্শন করে গেছেন। তারা আমাদের সাথে যৌথ বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন। আমাদের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে। মহান আল্লাহ চাইলে একদিন এই গ্রাম শহরে রুপান্তরিত হবে ইনশাআল্লাহ।’
এম. এস মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও গ্রীন ডাইনেস্টি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ( সিইও) লেফটেন্যান্ট কর্ণেল ( অবঃ) এনামুল আরিফ সুমন বলেন,‘আমি আপনাদের আশ্বস্ত করতে চাই এম এস মেটাল ইন্ডাস্ট্রি শতভাগ পরিবেশবান্ধব।কারখানাটি শুধু বাংলাদেশ নয়,এশিয়ার সেরা কারখানা হবে।’
সম্পাদক ও প্রকাশকঃ মাহমুদুল হাসান
© 2025 - All right ® by JashorePost