স্টাফ রিপোর্টার :: ময়মনসিংহের ত্রিশালে বাসচাপায় চারজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ১৫ জন।ময়মনসিংহ মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি বাসকে পেছন থেকে আরেকটি বাস ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।
ত্রিশাল থানার অফিসার ইনচার্জ ( ওসি ) মাঈন উদ্দিনঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,শেরপুর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস চেলেরঘাট এলাকায় পৌঁছালে চাকার হাওয়া বেড়িয়ে যায়। পরে ওই বাসের কয়েকজন যাত্রী আরেকটি বাস সিগনাল দিয়ে থামান।
সেই বাসটি মহাসড়কের পাশে দাঁড়িয়ে যাত্রী তোলার সময় পেছন থেকে একটি বাস এসে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়।হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যান। আরও কয়েকজন আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। তাৎক্ষণিক নিহতদের নাম-পরিচয় পাওয়া সম্ভব হয়নি।
সম্পাদক ও প্রকাশকঃ মাহমুদুল হাসান
© 2025 - All right ® by JashorePost