যশোর প্রতিনিধি :: মহাকবি মাইকেল মধুসূদন দত্তের নামে যশোর জেলার কেশবপুর উপজেলার স্মৃতবিজড়িত সাগড়দাড়িঁতে মধুসূদন সংস্কৃতি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে যশোরে মানববন্ধন হয়েছে।
এর আগে গত ২২ জানুয়ারী প্রেসক্লাব যশোর মিলনায়তনে মধুসূদন সংস্কৃতি বিশ^বিদ্যালয় বাস্তবায়ন কমিটির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বাস্তবায়ন কমিটির সভাপতি হারুণ অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন যুগ্ন আহবায়ক আবুবকর সিদ্দিকী,সদস্য সচিব মনিরুল ইসলাম,শিক্ষাবিদ অধ্যাপক ডঃ মোস্তাফিজুর রহমান,জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বুলু প্রমুখ।
মতবিনিময় সভায় মধুকবির ২০০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বছরব্যাপী কর্মসূচী বাস্তবায়নের সিন্ধান্ত নেওয়া হয়েছে। এ লক্ষ্যে দ্রুতই ২০০তম জন্মবার্ষিকী উদযাপণ পর্যদ গঠন করা হবে বলে আরো জানা গেছে। এ ছাড়াও মতবিনিময় সভা হতে মধুসূদন সংস্কৃতি বিশ্বিবিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে নানা কর্মসূচী ঘোষিত হয়।
মানবন্ধন ছাড়াও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান, আগামী ২৫ জানুয়ারী বিকালে সাগরদাঁড়িতে মধুমেলার উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি সংস্কৃতিকবিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদের নিকট স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীদের দাবি বাংলা সাহিত্যের প্রবাদ পুরুষ আধুনিক বাংলা কাব্যের রুপকার ছন্দের প্রবর্তক ও সনেট রচয়িতার মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মভুমিতে তার নামেই মধুসূদন সংস্কৃতি বিশ^বিদ্যালয় স্থাপন করত
সম্পাদক ও প্রকাশকঃ মাহমুদুল হাসান
© 2025 - All right ® by JashorePost