জেমস আব্দুর রহিম রানা :: যশোরের মণিরামপুর উপজেলার শ্যামকুড় গ্রামের গণেশ চন্দ্র দাসের বাড়ির নিচতলার ভাড়া বাসা থেকে বর্ণা খাতুন ( ৩৫ ) নামের এক ব্র্যাক কর্মকর্তার লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ( ৭ নভেম্বর ) রাতে স্থানীয়রা তার লাশ দেখতে পেয়ে মণিরামপুর থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।
নিহত বর্ণা খাতুন ব্র্যাকের সাতক্ষীরা সদর উপজেলার বাশদাহ শাখার ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। তিনি রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানার চর আন্দার মানিক গ্রামের মৃত আবুল কালাম মুন্সির মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বর্ণা খাতুনের স্বামী মেহেদী হাসান তপু শ্যামকুড় ইউনিয়নের ময়নাবাড়ি স্কুলের সামনে একটি কীটনাশক দোকান পরিচালনা করেন। বিয়ের পর থেকে তপু বিভিন্ন সময়ে বিভিন্ন অজুহাতে স্ত্রীর কাছ থেকে টাকা আদায় করতেন বলে অভিযোগ উঠেছে।
নিহতের ভাই আব্দুর রাজ্জাক অভিযোগ করে বলেন, “আমার বোনকে দীর্ঘদিন ধরে নির্যাতন করে আসছিল তপু। শেষ পর্যন্ত নির্যাতন করেই তাকে হত্যা করা হয়েছে।”
পারিবারিক সূত্রে জানা গেছে, বর্ণা খাতুন ও মেহেদী হাসান তপু উভয়েই দ্বিতীয় দাম্পত্য জীবনে ছিলেন। তাদের দেড় বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে।
মণিরামপুর থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত ) মোঃ বদরুজ্জামান মোল্ল্যা জানান, “লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত চলছে।”
সম্পাদক ও প্রকাশকঃ মাহমুদুল হাসান
© 2025 - All right ® by JashorePost