
কামরুজ্জামান শাহীন,ভোলা প্রতিনিধি:: ভোলা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও নতুন সদস্য সংগ্রহ এবং নবায়ন কর্মসূচীর শুভ উদ্বোধন উপলক্ষে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

ভোলা জেলা আ’লীগের সভাপতি মোঃ ফজলুল কাদের মনজু মোল্লার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আব্দুল মমিন টুলুর পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বাংলাদেশ আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যুব ও ক্রিড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ¦ আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি, বোরহানউদ্দিন-দৌলতখানের সংসদ সদস্য আলহাজ¦ আলী আজম মুকুল, বাংলাদেশ আওয়ামীলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডক্টর শাম্মী আহমেদ, বাংরাদেশ আ’লীগের কার্যনিবার্হিী কমিটির সদস্য গোলাম কবির রাব্বানী চিনু প্রমূখ।

এসময় আরো উপস্থিত ছিলেন ভোলা জেলা, পৌরসভা আওয়ামীলীগসহ বিভিন্ন উপজেলা, পৌরসভা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশকঃ মাহমুদুল হাসান
© 2025 - All right ® by JashorePost