ভোলা প্রতিনিধি:: ভোলার বোরহানউদ্দিনে ধান ক্ষেত থেকে মো. হান্নান (৩০) নামের এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
এলাকাবাসী স‚ত্রে জানা যায়, বুধবার রাতে হান্নান বাসায় ছিলেন। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। সকালে তাকে কোথাও না দেখে তার পরিবারের সদস্যরা ভেবেছিলাম সে হয়তো কাজে গেছে। দুপুরের দিকে স্থানীয়রা ধান ক্ষেতে একটি লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে থানা থেকে পুলিশ এসে লাশটি উদ্ধার করেন।
বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ ( ওসি ) শাহিন ফকির এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘঠনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত করছেন এবং আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
সম্পাদক ও প্রকাশকঃ মাহমুদুল হাসান
© 2025 - All right ® by JashorePost