সর্বশেষ খবরঃ

ভোলার চরফ্যাশ এবার ‘ইত্যাদি’

ভোলার চরফ্যাশ এবার ‘ইত্যাদি’
ভোলার চরফ্যাশ এবার ‘ইত্যাদি’

নব্বই দশক থেকেই শেকড়ের সন্ধানে ‘ইত্যাদি’ স্টুডিওর চার দেয়াল থেকে বের হয়ে দেশের বিভিন্ন প্রান্তে ছুটছে। তুলে ধরছে ইতিহাস, ঐতিহ্য,সভ্যতা,সংস্কৃতি,প্রাকৃতিক সৌন্দর্য,পর্যটনকেন্দ্রসহ বিভিন্ন জনগুরুত্বপূর্ণ স্থান।

তারই ধারাবাহিকতায় এবারের পর্ব ধারণ করা হয়েছে মেঘনা-তেতুলিয়া নদী বিধৌত দ্বীপ জেলা ভোলার ঐতিহ্যবাহী পরিকল্পিত জনপদ চরফ্যাশনে। মঞ্চ নির্মাণ করা হয়েছিল ব্রিটিশ আমলে তৈরি প্রায় শত বছরের প্রাচীন ঐতিহাসিক ট্যাফনাল ব্যারেট স্কুলের সামনে।

‘ইত্যাদি’র ধারণ উপলক্ষে ভোলাজুড়েই ছিল উৎসবের আমেজ। আমন্ত্রিত দর্শক ছাড়াও অনুষ্ঠানস্থলের বাইরে প্রায় অর্ধলক্ষাধিক মানুষ উপস্থিত হন তাদের ভালোবাসার অনুষ্ঠান দেখার জন্য। স্থানীয়রা জানান, ইতোপূর্বে ভোলায় কখনও কোনও অনুষ্ঠানে এত দর্শক সমাগম হয়নি। অনেক দর্শকই আশপাশের বিভিন্ন স্থাপনার ছাদ ও রাস্তায় দাঁড়িয়ে মাঝে মাঝে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করেও দীর্ঘ সময় ধরে অবাক বিস্ময়ে উপভোগ করেছেন তাদের প্রিয় অনুষ্ঠান ‘ইত্যাদি’র ধারণ।

নির্মাণ প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন জানায়,এবারের আয়োজনে গান রয়েছে দুটি। অনুষ্ঠানের শুরুতেই ভোলা জেলাকে নিয়ে রয়েছে মনিরুজ্জামান পলাশের কথায় একটি পরিচিতিমূলক গানের সঙ্গে নৃত্য। পরিবেশন করেছেন স্থানীয় শতাধিক নৃত্যশিল্পী। গানটির সুর করেছেন হানিফ সংকেত এবং সংগীতায়োজন করেছেন মেহেদী। আরেকটি গান গেয়েছেন রবি চৌধুরী ও আঁখি আলমগীর। ‘আমাকে না বলে’ শিরোনামে গানটির সুর ও সংগীত করেছেন ইমরান মাহমুদুল, লিখেছেন রবিউল ইসলাম জীবন।

এবারের অনুষ্ঠানে রয়েছে ভোলা ও এর বিভিন্ন উপজেলার ওপর একটি তথ্যভিত্তিক প্রতিবেদন। ভোলা গ্রাম ও গুলশান নিয়ে রয়েছে একটি অনুসন্ধানী প্রতিবেদন। মহিষের বাথান ও মহিষ নিয়ে রয়েছে একটি তথ্যবহুল প্রতিবেদন। নদীবেষ্টিত দ্বীপ জেলা ভোলার মানুষের আয়ের অন্যতম উৎস হচ্ছে মৎস্য খাত। তবে জীবিকার তাগিদে মাছ ধরতে গিয়ে দুর্ঘটনার শিকার হন অনেক জেলে। তেমনি একটি জেলে পরিবারের করুণ চিত্র তুলে ধরা হয়েছে এবারের পর্বে।এবারে বিদেশি প্রতিবেদন দেখানো হবে চীনের বেইজিংয়ের দুর্দান্ত সামার প্যালেসের ওপর।

এছাড়াও ‘ইত্যাদি’র নিয়মিত পর্ব চিঠিপত্র ছাড়াও সমসাময়িক বিভিন্ন বিষয় ও প্রসঙ্গ নিয়ে সামাজিক অসঙ্গতি ও সমাজ সংস্কারের ওপর রয়েছে বেশ কিছু নাট্যাংশ।বরাবরের মতো এবারও ‘ইত্যাদি’র শিল্প নির্দেশনা ও মঞ্চ পরিকল্পনায় ছিলেন মুকিমুল আনোয়ার মুকিম।

পর্বটি আজ( ২৯ আগস্ট ) শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর প্রচার হবে বাংলাদেশ টেলিভিশনে। এটি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।

 

আরো খবর

ভোলার চরফ্যাশ এবার ‘ইত্যাদি’
ভোলার চরফ্যাশ এবার ‘ইত্যাদি’
চাঁদার দাবীতে যশোরে মুরগী ব্যবসায়ীর টাকা ছিনতাই ঘটনায় আদালতে মামলা
চাঁদার দাবীতে যশোরে মুরগী ব্যবসায়ীর টাকা ছিনতাই ঘটনায় আদালতে মামলা
নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পলাশ গ্রেফতার
নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পলাশ গ্রেফতার
খোলপেটুয়া নদী ভাংগন আতঙ্কে উপকুলবাসী
খোলপেটুয়া নদী ভাংগন আতঙ্কে উপকুলবাসী
জামালপুরে জুলাই শহীদ এবং আহত ১৫ পরিবারকে আর্থিক সহায়তা ও অটো রিক্সা প্রদান
জামালপুরে জুলাই শহীদ এবং আহত ১৫ পরিবারকে আর্থিক সহায়তা ও অটো রিক্সা প্রদান
শার্শায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে সাইকেল বিতরণ
শার্শায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে উপজেলা প্রশাসনের সাইকেল বিতরণ
সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোক্তা বিষয়ক আলোচনা সভা আজ
সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোক্তা বিষয়ক আলোচনা সভা আজ
তেরখাদায় চিত্রা মহিলা কলেজে শিক্ষার্থীদের সাথে ব্যাংক কর্তৃপক্ষের চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠিত
তেরখাদায় চিত্রা মহিলা কলেজে শিক্ষার্থীদের সাথে ব্যাংক কর্তৃপক্ষের চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠিত