সর্বশেষ খবরঃ

ভারতে যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডে নিহত ২০

ভারতে যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডে নিহত ২০
ছবি সংগৃহীত

ভারতের অন্ধ্রপ্রদেশের কুরনুলে একটি বাসে ভয়াবহ আগুন লাগার ঘটনায় কমপক্ষে ২০ জনের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষের পর ভলভো বাসটিতে আগুন ধরে যায়। হায়দরাবাদ থেকে বেঙ্গালুরুগামী বাসটিতে ৪১ জন আরোহী ছিলেন।

প্রাথমিক তদন্তের ভিত্তিতে পুলিশ বলছে, একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষের কারণে বাসের জ্বালানি ট্যাঙ্ক ফেটে আগুন ধরে যায়। এ ঘটনায় যাত্রীরা বাসের ভেতরে আটকে পড়েন।

অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু বর্তমানে দুবাইতে অবস্থান করছেন। ঘটনার পর তিনি ফোনে অন্ধ্র প্রদেশের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন এবং পরিস্থিতির বিষয়ে খোঁজখবর নিয়েছেন। তিনি বলেছেন, আহত ও ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সরকার সব রকম সহায়তা প্রদান করবে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, ‘কুরনুল জেলার চিন্না তেকুর গ্রামের কাছে বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর শুনে আমি হতবাক। যাঁরা তাঁদের প্রিয়জন হারিয়েছেন, তাঁদের প্রতি আমার গভীর সমবেদনা।’

কুরনুলের জেলা প্রশাসক এ সিরি বলেন, কাবেরি ট্রাভেলস বাসে ৪১ জন যাত্রী ছিলেন। তিনি আরও বলেন, ‘দিবাগত রাত ৩টা থেকে ৩টা ১০ মিনিটের দিকে একটি মোটরসাইকেলের সঙ্গে বাসের সংঘর্ষ হয়। এ ঘটনায় জ্বালানি ট্যাঙ্ক ফেটে যায়। ট্যাঙ্ক থেকে জ্বালানি চুইয়ে পড়ে এবং ঘর্ষণের কারণে আগুন লেগে থাকতে পারে।জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মকর্তারা বলেছেন, ৪১ আরোহীর মধ্যে ২১ জন অক্ষত অবস্থায় বাস থেকে নামতে পেরেছেন।

কুরনুলের পুলিশ সুপার বিক্রান্ত প্যাটেল বলেন, ‘আমরা মরদেহ উদ্ধার করা শুরু করেছি… ডিএনএ সংগ্রহের জন্য সংশ্লিষ্ট লোকজন এখানে আছেন।’

এর আগে ২০১৩ সালের ৩০ অক্টোবর বেঙ্গালুরু থেকে হায়দরাবাদ যাওয়ার পথে একটি ব্যক্তিমালিকানাধীন বাসে আগুন লাগার ঘটনায় ৪৫ যাত্রী জীবিত অবস্থায় পুড়ে মারা যান। হায়দরাবাদ থেকে প্রায় ১৪০ কিলোমিটার দূরে মাহবুবনগর জেলার পালোম এলাকায় এ ঘটনা ঘটেছিল।

আরো খবর

বেনাপোলে ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থীর গনসংযোগ
বেনাপোলে ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থীর গনসংযোগ
ভারতে যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডে নিহত ২০
ভারতে যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডে নিহত ২০
প্রতিদিন ফল খাওয়ার উপকারীতা
প্রতিদিন ফল খাওয়ার উপকারীতা
সুনামগঞ্জে বাস খাদে উল্টে মা ও মেয়ে নিহত
সিলেটে বাস উল্টে খাদে পড়ে মা ও মেয়ে নিহত
পটুয়াখালী ভার্সিটির ছাত্র সংসদ নির্বাচন নিয়ে  প্রশাসনের গড়িমসি 
পটুয়াখালী ভার্সিটির ছাত্র সংসদ নির্বাচন নিয়ে  প্রশাসনের গড়িমসি 
রামগড়ে চাঁদাবাজির সময় ইউপিডিএফের কালেক্টর আটক
রামগড়ে চাঁদাবাজির সময় ইউপিডিএফের কালেক্টর আটক
দুমকীর সৃজনী বিদ্যানিকেতনে প্রীতি বিতর্ক প্রতিযোগিতা
দুমকীর সৃজনী বিদ্যানিকেতনে প্রীতি বিতর্ক প্রতিযোগিতা
শ্যামনগরে খাদ্য ব্যবস্থা পাল্টানোর দাবীতে জনসমাবেশ
শ্যামনগরে খাদ্য ব্যবস্থা পাল্টানোর দাবীতে জনসমাবেশ