বেনাপোল প্রতিনিধি :: বেনাপোল বন্দরে শ্রমিকদের দুটি পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করেছে পুলিশ। এতে বন্দরের পণ্য খালাস বন্ধ রয়েছে।
জানা গেছে, শার্শা উপজেলা যুবলীগ সভাপতি ওহিদ এর নেতৃত্বে ৯২৫ শ্রমিক ইউনিয়ন নামে একটি বর্তমানে সংগঠনের হাতে বন্দরের নিয়ন্ত্রণ রয়েছে। অন্য পক্ষটি বন্দরের নিয়ন্ত্রণ নিতে আসলে ২ পক্ষ সংঘর্সে জড়িয়ে বন্দর ও বেনাপোল বাজার এলাকায় ব্যাপক বোমাবাজি চালায়।
এ বিষয়ে জানতে চাইলে অহিদুজ্জামান অহিদ বলেন, বর্তমানে শ্রমিকরা বন্দরে শান্তির সঙ্গে কাজ করে আসছে। কিন্তু একটি পক্ষ তা ভালোভাবে না নিয়ে ষড়যন্ত্র করে বন্দরের সুন্দর পরিবেশ নষ্ট করতে চাইছে।
যশোরের নাভারন সার্কেলের সহকারী পুলিশ সুপার জুয়েল ইমরান বলেন, বন্দরে দুটি শ্রমিক সংগঠনের মধ্যে সংঘর্ষ হয়।সেখানে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন।
এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আহত অবস্থায় দুজনকে আটক করা হয়েছে।পুলিশের এই কর্মকর্তা আরো জানান,পুরো বন্দর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বেনাপোল এলাকায় থমথমে অবস্থা বিরাজমান। বন্দরের অভ্যন্তরে পণ্য লোড-আনলোড বন্ধ রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মাহমুদুল হাসান
© 2025 - All right ® by JashorePost