বেনাপোল প্রতিনিধি :: যশোরের বন্দরনগরী বেনাপোলের অত্যন্ত গুরুত্ববহ সড়কটি দীর্ঘ ১ যুগেরও বেশী সময় ধরে সংস্কার বিমুখ হয়ে পড়ে থাকলেও দেখার কেউ নেই। এলাকাবাসীর শত অভিযোগের মুখেও রাস্তাটি এখনো মানসন্মত ভাবে সংস্কার করা হয়নী।
বিগত বছরে বেনাপোল পৌর কর্তৃপক্ষ সড়কটির সংস্কার কাজ শুরু করলেও অজানা কারনে তা বন্ধ হয়ে গেছে বলে অভিযোগ জানিয়েছে এলাকাবাসী। বর্তমানে সড়কটি খানাখন্দে পরিনত হয়ে পথচারীদের চলাচলের জন্য অনপোযোগী হয়ে ওঠেছে।
এছাড়ও প্রচন্ড ধুলো ও বৃষ্টিতে পানি জমে কাঁদা হওয়ায় সড়কটি কোমলমতি শিশু শিক্ষার্থীদের জন্য বিপত্তির কারন হয়ে দাড়িয়েছে। রাস্তা ভাঙা থাকায় বেনাপোল বাজার হতে পৌরভবন পর্যন্ত আনুমানিক আধা কিলো মিটার রাস্তা জুড়ে প্রায়ই যানজট লেগে থাকে। রাস্তার এ করুন দশায় একদিকে যেমন এলাকাবাসী দূর্ভোগ পোহাচ্ছেন তেমনী তিন চাকার যন্ত্রচালিত যানবাহন গুলো নষ্ট হয়ে পড়ায় অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছেন মালিকরা।
সড়কটিতে ছোট-বড় দূর্ঘটনাও ঘটছে প্রায়ই নেই পৌরকর্তৃপক্ষের ট্রাফিকিং ব্যবস্থা। বেনাপোল পৌরসভা হতে রাস্তাটি মেরামতের জন্য রিকোয়ারমেন্ট পাঠানো হলেও তার অগ্রগতি সম্পর্কে ওকেবল নই পৌর কর্তৃপক্ষ।
সড়কটির বাসিন্দা হারুন অভিযোগ তুলে বলেন ২০১১সালের পর হতে এই সড়কটি আর সংস্কার করা হয়নী। এলাকাবাসীর জনদূর্ভোগের কথা জানিয়ে প্রাক্তন মেওয়রদের কাছে বার বার তাগিদ দিলেও শুধু আশ্বাস দিয়েছে, রাস্তাটি সংস্কারকাজে উদ্যেগী হয়নী।
গত বছর পৌরসভা হতে রাস্তাটি খুড়ে রুলার করে জনগনের চলাচলের উপযোগী বানালেও অজানা কারনে রাস্তাটি পিচ কার্পেটিং করে কাজ শেষ করেনী পৌর কর্তৃপক্ষ। এর ফলে বর্ষাকালে জনদূর্ভোগ চরমে পৌঁছায়।
বিষয়টি নিয়ে শার্শা উপজেলার সহকারি কমিশনার ( ভূমি )বেনাপোল পৌরসভার সিও নুসরাত ইয়াসমিন মুঠোফোনে প্রতিনিধিকে জানান, রাস্তাটি সংস্কারের উদ্যেগ নেওয়া হয়েছিলো। আমি বাহিরে আছি সার্বিক বিষয় খোঁজ খবর নিয়ে আপনাকে পরে জানাবো।
উল্লেখ্য,বেনাপোল পৌরসভা সড়কটি মূলত বেনাপোল-বাহাদুপুর সড়ক নামে বেশ পরিচিত ও এটি একটি জনবহুল সড়ক। বেনাপোলের পাশ^বর্তী বাহাদুরপুর ও লক্ষনপুর ইউনিয়নের সংযোগ সড়ক হওয়ায় প্রতিদিন ছোট বড় মিলে গড়ে হাজার খানেক যানবাহন নিয়মিত যাতায়াত করে।
এছাড়াও এই সড়কের পাশে বেনাপোল কলেজ,বেনাপোল পোড়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়,ঐতিহাসিক বেনাপোল হরিদাস ঠাকুরের পাঠবাড়ি আশ্রম, মহিলা মাদ্রাসা,বেনাপোল পৌরভবন ও একাধিক বেসরকারি প্রিক্যাডেট স্কুলের মত গুরত্বপূর্ন স্থাপনা থাকায় যাতায়াতের জন্য রাস্তাটির গুরত্ব অপরিসীম।কাজেই রাস্তাটি আশু সংস্কারের দাবী জানিয়েছেন ভূক্তভোগী জনসাধারন।