নিজিস্ব প্রতিনিধি :: বেনাপোল কাস্টমস হাউসের শৃঙ্খলা ফেরাতে কাস্টম হাউসে বহিরাগতদের প্রবেশ সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছেন নতুন কমিশনার খালেদ মোহাম্মদ আবু হোসেন।এখন থেকে শুধুমাত্র কাস্টম সরকার পারমিট কার্ডধারীরাই কাস্টমস অফিসে প্রবেশ করতে পারবেন বলে জানা গেছে।
গত ১৫ জুলাই জাতীয় রাজস্ব বোর্ড ( এনবিআর )খালেদ মোহাম্মদ আবু হোসেনকে বেনাপোল কাস্টম হাউসের কমিশনার হিসেবে নিয়োগ দেয়। এরপর ২৮ ও ২৯ জুলাই থেকে এই সিদ্ধান্ত কার্যকর কার হয়েছে বলে কাস্টমস সূত্র নিশ্চিত করেন।এমনকি নতুন নিয়ম অনুযায়ী,সকাল ৯টার আগেই কাস্টমসের সকল কর্মকর্তা-কর্মচারীদের অফিসে উপস্থিত থাকতে বলা হয়েছে।
নতুন কমিশনারের এ সিদ্ধান্তকে যুগোপযোগী ও ব্যবসা বান্ধব পদক্ষেপ হিসাবে আখ্যা দিয়ে সাধুবাদ জানিয়েছেন আমদানিকারকসহ এলাকাটির সূধী মহল। তারা বলেন-নতুন কমিশনারের নেতৃত্বে বেনাপোল কাস্টম হাউসে শৃঙ্খলা ও জবাবদিহিতা ফিরছে। শুধুমাত্র নিয়ম জারী নয়,তার বাস্তয়বায়ন ও স্থায়ীত্ব চাই।
কাস্টম সুত্রে আরো জানা যায়,নতুন করে কাস্টম সরকার পারমিট কার্ড ইস্যু করার উদ্যোগ নেয়া হয়েছে। ১৭ আগস্টের মধ্যে আবেদন জমা দিতে হবে এবং ১ সেপ্টেম্বর সকাল ১১টায় লিখিত পরীক্ষা নেয়া হবে।
বেনাপোল সিএন্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, এখন কাস্টম সরকার পারমিট পরীক্ষার ঘোষণা আসায় সবাই আশাবাদী। এতে যোগ্যরাই কার্ড পাবে।
বেনাপোল কাস্টম হাউসের ডেপুটি কমিশনার রাফেজা বেগম জানান,নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় নবাগত কমিশনারের আদেশে কাস্টম অভ্যন্তরে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।একইসাথে কাস্টম হাউসের সকল কর্মকর্তা- কর্মচারী ও সিএন্ডএফ এজেন্টসসহ সকল সংশ্লিষ্ঠদের পরিচয় পত্র সাথে নিয়ে প্রবেশ করতে হচ্ছে।
পুরাতন পরিচয় পত্র যার যা আছে,তাই-ই নিয়েই প্রবেশ করতে হচ্ছে। সেইসাথে কাস্টম কর্মকর্তা-কর্মচারিদের নতুন পরিচয় পত্র তৈরি এবং সিএন্ডএফ এজেন্টসসহ সংশ্লিষ্টদের নতুন করে কাস্টম সরকার পারমিট দেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
উল্লেখ্য,বেনাপোল কাস্টমস হাউসে দীর্ঘবৎসর ধরেই কাস্টমস কর্মকর্তাদের কাজের সহযোগীতার নামে কোন প্রকার নিয়োগ প্রক্রিয়া বা বৈধ্যতা ছাড়াই বহিরাগত(এনজিও কর্মী )বে-আইনী ভাবে প্রবেশ করে বিভিন্ন গ্রুপ বা শাখায় অবস্থান নিয়ে পণ্য ছাড় করাতে আসা আমদানিকারকের প্রতিনিধিদের অর্থবানিজ্য চেষ্ঠায় নানা ভাবে হয়রানী করত। যার ফলে বেনাপোল বন্দরদিয়ে আমদানি পণ্য ঢুকাতে আমদানিকারকরা নিরুৎসাহিত হতো।
এ নিয়ে বিভিন্ন পত্র-পত্রিকায় সংবাদ প্রকাশ হলেও কাস্টমস হাউস হতে অপসারণ হয়নি আনুমানিক ৯০ জন কথিত এনজিও কর্মী।এ কাজে পূর্ব কমিশনারদের ইন্ধন থাকলেও এই প্রথম বর্তমান নবাগত কমিশনার কঠোর পদক্ষেপ নিলো।এর ফলে হয়রানী মুক্ত হয়ে কাস্টমস হাউসের কাজে গতিশীলতা বৃদ্ধিসহ রাজস্ব আদায় বৃদ্ধি হবে বলে আশাবাদী স্বচ্ছ আমদানিকারকরা।
সম্পাদক ও প্রকাশকঃ মাহমুদুল হাসান
© 2025 - All right ® by JashorePost