হাসানুজ্জামান,বেনাপোল প্রতিনিধি :: যশোরের বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশানে আগত ৩ বাংলাদেশি পাসপোর্ট যাত্রীর পায়ুপথ হতে ২০ পিস স্বর্ণবার উদ্ধার করেছে কাষ্টমস গোয়েন্দা শাখার সদস্যরা। আটককৃতরা হলেন, গোপালগঞ্জ জেলার রনি আহম্মেদ ( ৪৪ ), মহিউদ্দিন ( ৩৬) এবং ফরিদপুরের হাবিব ( ৩৭)।
বেনাপোল কাষ্টমস গোয়েন্দা শাখার অফিসার আব্দুর রহিম ( কাস্টমস সুপার ) তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে। পরে তাদের স্বীকারোক্তি মোতাবেক মেডিসিন সেবন করিয়ে ঐ ৩ যাত্রীর পায়ুপথ হতে ২০ পিস সোনার বার উদ্ধার হয়।
বেনাপোল কাস্টমস হাউসের শুল্কগোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ডিডি ) বাংলাদেশী পাসপোর্টযাত্রীদের পায়ুপথ হতে স্বর্ণউদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান,তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাদেরকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মাহমুদুল হাসান
© 2025 - All right ® by JashorePost