
শার্শা প্রতিনিধি :: যশোরের বেনাপোল পৌর এলাকায় স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ সংস্থা ও রেজিস্ট্রেশন নাম্বারকে পুঁজি করে দীর্ঘদীন যাবৎ চড়া সুদে ঋণ প্রদান করে আসছে “ নবযাত্রা ” নামের একটি স্বেচ্ছাসেবী সমাজকল্যান সংস্থা।
স্বেচ্ছাসেবী সংগঠন “ নবযাত্রার” কর্মকান্ড বিষয়ে এলাকায় ব্যপক খোঁজ খবর নিয়ে জানা যায়,বেনাপোল গ্রামের আব্দুল মজিদের পুত্র শাহারিয়ার নিয়াজ নাজমুল (৩৭) “ নবযাত্রা” নামে পাস বই ছাপিয়ে বেনাপোল পৌর ও পাশ্ববর্তী এলাকা জুড়ে আনুমানিক তিনশত সদস্যের মাঝে অবৈধ্য পন্থায় উচ্চ সুদে ( ১৬% হতে ২০%)ঋণ প্রদান করেছেন।
বেনাপোল কলেজের বিপরীতে সরকারী জায়গায় হাকরের উপর সংগঠনটির একটি কার্যালয় থাকলেও নেই তার কার্যক্রম। নবযাত্রা নামে বেনাপোল পৌরসভা এলাকায় বিগত ২০০৬ ইং সালে যশোর কার্যালয় হতে নিবন্ধন দেওয়া হয় যাহার রেজি নং- ১২১৫/০৬ বলে নিশ্চিত করেন জেলা সমাজসেবা কার্যালয়ের রেজিস্ট্রেশন অফিসার আশরাফুল।
আর্তমানবতার সেবা ও সমাজ উন্নয়নে নিবেদিত নবযাত্রা স্লোগান লাইসেন্স প্রাপ্তি সময়ে সংগঠনটির একটি কমিটি থাকলেও এখন একক কর্তৃত্ব শাহারিয়ার নিয়াজ নাজমুলের। এক কথায় বলা যায় ঋণ প্রদানের নামে সুদ ব্যবসায় সংগঠনটির একমাত্র কাজ। আর ঢাল হিসাবে ব্যবহার হচ্ছে সমাজসেবা অধিদপ্তর প্রদত্ত নিবন্ধন।
বিষয়টি মুঠোফোনে জানতে চাইলে উপজেলা সমাজসেবা অফিসার মোঃ তৌহিদুল ইসলাম জানান,সমাজসেবা অধিদপ্তর হতে লাইসেন্স প্রাপ্ত কোন প্রতিষ্ঠান ঋণ প্রদান কার্যক্রম পরিচালনা করতে পারবেনা। আমরা নিবন্ধন দেওয়ার সময় সতর্ক করে দিই। নবযাত্রা সংস্থার ব্যাপারে শার্শা উপজেলা অফিসে কোন তথ্য নাই। যদি তাহারা ঋণ প্রদান কার্যক্রম পরিচালনা করে তা বিধিবর্হিভূত।
নবযাত্রার ঋণ প্রদানের সত্যতা নিশ্চিত করে শাহারিয়ার নাজমুল জানান,বর্তমান তিনি ঋণ প্রদান করেন না। শার্শা হতে আরো ১টি লাইসেন্স নেওয়া আছে বলে তিনি আরো জানান। যদিও অপর লাইসেন্সটির হদিস মেলেনি।
নবযাত্রার বিতর্কিত ঋণ প্রদান দীর্ঘ সময় ধরে চললেও টনক নড়েনী সংশ্লিষ্টদের। স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভাবমূর্তি অক্ষুন্ন রাখতে উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষন করে “ নবযাত্রার ” সেবার বিপরীতে অপরাধমূলক ও অবৈধ্য সুদ ব্যবসা পরিচালনার সুষ্ঠু তদন্ত পূর্বক যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন এলাকার সুশীল সমাজ।
সম্পাদক ও প্রকাশকঃ মাহমুদুল হাসান
© 2025 - All right ® by JashorePost